বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বায়ুমণ্ডলে প্রবেশ করার পর সেটি যখন এসে আছড়ে পড়ে তখন ৩টি টুকরো হয়ে আছড়ে পড়ে। সেই আছড়ে পড়ার আওয়াজ শুনল নাসা। নাম ইনসাইট ল্যান্ডার। যা লাল গ্রহের মাটি কামড়ে বসে আছে। নাসার পাঠানো এই ল্যান্ডার কোথাও ঘুরে বেড়ায় না। এক জায়গায় বসে মঙ্গলের মাটির তলায় কি চলছে তা জানার চেষ্টা চালাতে থাকে।
যে যান ইতিমধ্যেই মঙ্গলে ১ হাজার ৩০০টি ভূকম্পন রেকর্ড করেছে। সেই ইনসাইট ল্যান্ডারই এবার কান পেতে শুনল মঙ্গলের বুকে আছড়ে পড়া গ্রহাণুর শব্দ।
বিজ্ঞানীরা জানাচ্ছেন এ শব্দ পাওয়া গিয়েছে ১ বছর হয়ে গেছে। তখন একটি গ্রহাণু প্রবল গতিতে মঙ্গলের দিকে ছুটে আসে। মঙ্গলের বায়ুমণ্ডলে প্রবেশ করে। আছড়ে পড়ার আগে কিন্তু সেটি ৩ টুকরো হয়ে যায়। তারপর আছড়ে পড়ে মঙ্গলের মাটিতে। ৩টি গর্তও তৈরি হয়ে যায় এরফলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।