স্পোর্টস ডেস্ক : রোমাঞ্চকর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত। ২০০৭ সালের উদ্বোধনী আসরের পর দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হলো ভারত। ফাইনালে দারুণ ব্যাটিং করে ম্যাচ সেরা হয়েছেন বিরাট কোহলি।
বিশ্বকাপ জেতার পর স্বামী বিরাট কোহলির উদ্দেশে বার্তা লিখেছিলেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। পরে সেই বার্তার জবাব দিয়েছেন কোহলি। ইনস্টাগ্রামে একটি পোস্টে তিনি আনুশকার প্রতি তার ভালবাসার কথা জানিয়েছেন। এটাও লিখেছেন, আনুশকা না থাকলে এত কিছু হয়তো সম্ভব হত না।
প্রথমে আনুশকা ইনস্টাগ্রামে বিরাটের একটি ছবি দেন। সেখানে জাতীয় পতাকা ঘাড়ে নিয়ে ট্রফি হাতে হাসিমুখে উল্লাস করতে দেখা যাচ্ছে বিরাটকে। সঙ্গে তিনি লেখেন, ‘এই মানুষটাকে আমি ভালবাসি। আমি ভাগ্যবতী যে তুমিই আমার সব কিছু। এবার যাও, এক গ্লাস পানি নিয়ে উৎসব করো।’
জবাবে কোহলি লিখেছেন, ‘তুমি না থাকলে যা অর্জন করেছি তার কাছাকাছিও হয়তো আসতে পারতাম না। তুমি আমাকে নম্র এবং মাটির কাছাকাছি রাখো। সত্যিকারের সততা থাকলে কী অর্জন করা যায়, সেটা তুমিই আমায় বলো। তোমার কাছে আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ। এই জয় যতটা আমার, ততটাই তোমার। ধন্যবাদ। তুমি যে রকম, সেটার জন্যই তোমায় ভালবাসি।’
এর আগে ভারত বিশ্বকাপ জেতার পরে চোখের জল ধরে রাখতে পারেননি বিরাট, রোহিতরা। আনন্দে কাঁদছিলেন তারা। ছোট শিশুর মতো। সেই কান্না দেখে আনুশকাকে প্রশ্ন করে ছোট্ট মেয়ে ভামিকা। আনুশকা সামাজিক যোগাযোগমাধ্যমে সেই কথা জানিয়েছেন।
বিরাটদের ট্রফি তোলা ও উল্লাসের কয়েকটি ছবি দেন তিনি। লেখেন, ‘টেলিভিশনে সবাইকে কাঁদতে দেখে আমাদের মেয়ের সবচেয়ে বড় চিন্তা ছিল, ওদের কান্না মুছতে কে জড়িয়ে ধরবে? আমার ছোট্ট সোনা, ওদের কান্না মোছানোর জন্য ১৫০ কোটি ভারতবাসী রয়েছেন। কী দারুণ জয়। কী দারুণ কৃতিত্ব। চ্যাম্পিয়নদের শুভেচ্ছা।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।