আন্তর্জাতিক ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় বাবা ও ছেলের কথোপকথন ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে। ছেলে ভুল করে অন্য জায়গায় খাবারের অর্ডার দিয়ে দিয়েছেন। এর জন্য বাবা ছেলেকে বলেছেন তুমিই আসলে ভুল অর্ডার। বাবার এমন রিপ্লাই দেখে চমকে উঠেছেন সকলে।
Swiggy’র অর্ডার নিয়ে বাবা ও ছেলের মধ্যে তুলকালাম। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ধরনের আজব ঘটনা ভাইরাল হয় সবার আগে। দুনিয়ার বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত ঘটে চলেছে বিভিন্ন ধরনের অদ্ভুত সব কাণ্ড-কারখানা। এর মধ্যে কিছু ভিডিয়ো সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা ঘরে বসেই দেখতে পাই।
সোশ্যাল মিডিয়ায় আবার ভাইরাল হয় বিভিন্ন ধরনের ছবি। সম্প্রতি বাবা ও ছেলের কথোপকথনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে। অনলাইনে খাবার অর্ডার করাকে কেন্দ্র করে বাবা এমন উত্তর দিয়েছেন ছেলেকে, যা দেখে মাথায় হাত নেটিজেনদের। সোশ্যাল মিডিয়া এখন উত্তাল সেই ছবি নিয়ে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ছবি শেয়ার করা হয়েছে টুইটারে। @JituGalani5 নামের একটি প্রোফাইল থেকে টুইটারে সেই ছবি শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে বাবা ও ছেলের কথোপকথন। জনপ্রিয় অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ Swiggy’তে খাবার অর্ডার করেছেন ছেলে। কিন্তু, ভুল করে তিনি নিজের ঠিকানা দেওয়ার বদলে, অন্য ঠিকানায় সেই খাবার অর্ডার করে দিয়েছেন।
এর জন্য তিনি বাবাকে জানান Swiggy থেকে রিফান্ড পেয়ে গেছি, অন্য জায়গায় অর্ডার হয়ে গিয়েছিল। এরপর বাবা তাঁর ছেলেকে এমন উত্তর দেন যা বেশ চমকে দেওয়ার মতো। ছেলেও হয়তো বুঝতে পারেননি ভুল জায়গায় খাবার অর্ডার দেওয়ার জন্য বাবার কাছ থেকে তাকে এমন কথা শুনতে হবে।
বাবা ছেলেকে জানান তোমাকেও ভুল করে অর্ডার দেওয়া হয়েছিল। কিন্তু, আমি তো এখনও কোনও রিফান্ড পেলাম না। ভাইরাল সেই ছবিতে দেখা যাচ্ছে বাবা ও ছেলের সেই কথোপকথনে, মা হাসির ইমোজি পাঠিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে সেই ছবি।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ছবি দেখে নেটিজেনরা হতবাক। কারণ খাবার অর্ডার করার ক্ষেত্রে ভুল হতেই পারে। অনেকেরই এই ধরনের ভুল হয়ে থাকে।
Wanted to eat roasted chicken but got roasted instead 😃 pic.twitter.com/mV4DBjGXNH
— Jitu (@JituGalani5) July 2, 2022
কিন্তু, তার উত্তরে বাবা যে ছেলেকে এমন কথা বলে দেবেন তা হয়তো স্বপ্নেও কেউ চিন্তা করতে পারে না। অন্যদিকে বাবা হয়তো ছেলের সঙ্গে মজা করার জন্য এমন কথা বলেছেন। কিন্তু, সেটা আর নিজেদের পরিবারের মধ্যে সীমাবদ্ধ নেই। সোশ্যাল মিডিয়ার দৌলতে তা ভাইরাল হয়ে গিয়েছে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel