বিনোদন ডেস্ক : ভারতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তুনিশা শর্মার ‘আত্মহত্যা’র ঘটনায় তার সহ-অভিনেতা শেজান মোহাম্মদ খানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে তুনিশাকে আত্মহত্যায় প্ররোচণা দেওয়ার অভিযোগ করে শনিবার রাতে মুম্বাই পুলিশের কাছে অভিযোগ করেন তুনিশার মা। এর পরই পুলিশ তাকে ডেকে জিজ্ঞাসাবাদ শেষে রোববার গ্রেফতার দেখায়। খবর এনডিটিভির।
গতকাল শনিবার মহারাষ্ট্রের পালঘর জেলার ভাসাইয়ে একটি টিভি সিরিয়ালের শুটিং সেট থেকে তুনিশার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তিনি ‘আত্মহত্যা’ করেছেন বলে ধারণা করা হচ্ছে।
গ্রেফতার শেজানকে সোমবার আদালতে হাজির করবে পুলিশ।
ভারতীয় গণমাধ্যমে বলা হয়, শুটিংয়ে চা পানের বিরতি দেওয়া হয়েছিল। পরে শুটিং সেটের সাজঘরে ২০ বছর বয়সি তুনিশার ঝুলন্ত দেহ পাওয়া যায়।
পুলিশ বলছে, অনেকটা সময় পেরিয়ে গেলেও তুনিশা সাজঘর থেকে বের হচ্ছিলেন না। পরে তারা সাজঘরের দরজা ভেঙে ফেলেন। ভেতরে তুনিশার ঝুলন্ত দেহ দেখতে পান। গতকাল রাত দেড়টার দিকে শুটিং সেটের সদস্যরা তুনিশাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক তদন্তের পর বলেছে, তারা আত্মহত্যার কোনো চিরকুট পায়নি।
তবে মেয়ের মৃত্যুর খবর পাওয়ার পরই তার মা অভিযোগ করেন, তুনিশার সম্প্রতি প্রেম ভেঙেছিল। এ কারণেই তার মেয়ে এই পথ বেছে নিতে পারে।
শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন তুনিশা। ‘আলিবাবা : দাস্তান-ই কাবুল’ ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করতেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমেও খুব সক্রিয় ছিলেন তুনিশা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।