আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার নতুন প্রশাসনকে তাদের গঠনমূলক প্রস্তাবনা অনুযায়ী দেশ শাসন করার সুযোগ দেয়া উচিত বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার। তিনি আরো বলেন, বিদ্রোহী নেতারা যদি চান তাহলে তারা সিরিয়ার সেনাদের সামরিক প্রশিক্ষণ দিতে রাজি আছেন।
রোববার (১৫ ডিসেম্বর) রাজধানী আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি।
পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য দেশ তুরস্ক সিরিয়ার বিদ্রোহীদের সমর্থন করেছে, যারা গত সপ্তাহান্তে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতন ঘটিয়ে ১৩ বছরের গৃহযুদ্ধের অবসান ঘটিয়েছে। তুরস্কের গোয়েন্দা প্রধান সিরিয়ার রাজধানী পরিদর্শনের দু’দিন পর শনিবার দামেস্কে দূতাবাস পুনরায় চালু করেছে আঙ্কারা।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার বলেছেন, ‘নিজেদের প্রথম বিবৃতিতে আসাদের শাসনের অবসান ঘটানো নতুন প্রশাসন দেশের সকল সরকারি প্রতিষ্ঠান, জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতি শ্রদ্ধা জানানোর ঘোষণা দিয়েছে।’
সিরিয়ার নতুন সরকারকে তুরস্ক সামরিক সহযোগিতা দেয়ার কথা বিবেচনা করছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে গুলার বলেন, ইতোমধ্যে অনেক দেশের সঙ্গে আঙ্কারার সামরিক সহযোগিতা ও প্রশিক্ষণ চুক্তি রয়েছে। সিরিয়ার নতুন প্রশাসন অনুরোধ করলে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত আছে তুরস্ক।
ধারণা করা হচ্ছে, তুরস্ক উত্তর-পশ্চিম সিরিয়ার আফরিন, আজেজ এবং জারাব্লুস এবং উত্তর-পূর্বাঞ্চলের রাস আল আইন ও তেল আবিয়াদসহ অন্যান্য কয়েকটি শহরে কয়েক হাজার সৈন্য মোতায়েন করতে পারে।
সূত্র: রয়টার্স
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।