রুমেশা জেলগি। গিনেস বুকে ৪ বার নাম লেখানো একজন তুর্কি নারী। তার হাত, পিঠ ও আঙ্গুলের সাইজ এর কারণে তিনি সবার থেকে আলাদা হয়ে গিনেস বুকে স্থান পেয়েছেন। ৭ ফুট ৭ ইঞি তার উচ্চতা। বর্তমান বিশ্বে জীবিত নারীর মধ্যে এর থেকে বেশি উচ্চতা কারও নেই।
জেলগির হাতের সবথেকে বড় আঙ্গুল ৪.৪ ইঞি লম্বা। এর থেকে লম্বা উচ্চতার আঙ্গুল দ্বিতীয় কোন নারীর নেই। তার ডান ৯.৮১ ইঞি লম্বা ও বাম হাত ৯.৫৫ ইঞি লম্বা। এই দুনিয়ায় জীবিত নারীদের মধ্যে সবথেকে লম্বা হাতের অধিকারী তিনি। জেলগির পিঠ ২৩.৫৮ ইঞি লম্বা যেটাও সব নারীর থেকে বেশি।
তিনি ইনস্টাগ্রামে জানান, আমি অন্যদের থেকে আলাদা হয়ে স্বতন্ত্র নারী হিসেবে বড় হয়েছি। আমি এ বৈশিষ্ট্যকে বেশ পছন্দ করেছি ও ভালোভাবে মানিয়ে নিয়েছি। আমি অন্যদের উৎসাহ দিতে পছন্দ করি, তাদের সাহসী হওয়ার পরামর্শ দেই।
ভিডিওতে দেখুন-
শিশুদের টেকসই জীবন নিশ্চিত করতে ৫টি উপায়
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।