আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের ড্রোন ‘আঙ্কা’ সম্প্রতি ১৫ হাজার ফুট (৪ হাজার ৫৭২ মিটার) উচ্চতা থেকে টার্গেটে আঘাত হেনেছে। বৃহস্পতিবার তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (টিএআই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই সাফল্যের ঘোষণা দেয়।
টিএআই লিখেছে, ‘রকেটসানের জাতীয় ক্ষেপণাস্ত্র এল-ইউমটাস দিয়ে অর্জিত এই সাফল্য আমাদের প্রকৌশলীদের অক্লান্ত পরিশ্রম ও গর্বের প্রতিচ্ছবি।’
টিএআই আরও জানায়, ‘আমাদের প্রকৌশল ক্ষমতার বড় প্রমাণ এই সাফল্য। আমরা আন্তর্জাতিক অঙ্গনে আমাদের অবস্থান আরও শক্তিশালী করছি এবং প্রতিটি সাফল্যের মাধ্যমে আকাশে তুরস্কের শক্তি লিখে চলেছি।’
আঙ্কার প্রথম উড্ডয়ন হয় ২০১০ সালে এবং ২০১৭ সালে এটি তুরস্কের সশস্ত্র বাহিনীর অস্ত্রভাণ্ডারে যুক্ত হয়। দ্রুতই এটি বিশ্বের অন্যতম সেরা অপারেশনাল সিস্টেম হিসেবে স্বীকৃতি পায়।
আঙ্কা তৈরির প্রক্রিয়ার অধিকাংশ উপ-ব্যবস্থা দেশীয়ভাবে ডিজাইন ও উৎপাদিত হয়েছে। এ প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ ছিল জাতীয় ইঞ্জিন সংযুক্তি।
টিএআই ইঞ্জিন ইন্ডাস্ট্রির (টিইআই) তৈরি টিইআই-পিডি১৭০ ইঞ্জিন আঙ্কা-তে সফলভাবে যোগ করা হয়েছে। তুরস্কের এই প্রযুক্তিগত অগ্রগতি দেশটির ড্রোন শিল্পের শক্তি ও সম্ভাবনার একটি নতুন মাত্রা তুলে ধরেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।