আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের উত্তরাঞ্চলে গতকাল বুধবার কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) ৩০টির বেশি স্থাপনা ধ্বংস করে দিয়েছে তুরস্কের নিরাপত্তা বাহিনী। তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, বিমান অভিযানে স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। খবর আনাদোলু এজেন্সির।
লিখিত এক বিবৃতিতে তুরস্কের মন্ত্রণালয় বলেছে, মেতিনা, গারা, হাক্রুক, কান্দিল, এবং আসোস অঞ্চলে সিনিয়র লেভেল সন্ত্রাসীদের আবাসঘরে বিমান হামলা চালানো হয়েছে। উত্তর ইরাক থেকে আমাদের জনগণ ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলা ঠেকাতে এবং সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান চালানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, যে ৩৭টি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে তার মধ্যে গুহা, আশ্রয়কেন্দ্র, আস্তানা ও গুদাম আছে। সেইসঙ্গে বহু সন্ত্রাসীকে ‘হত্যা’ করা হয়েছে।
এ ছাড়া বিবৃতিতে বলা হয়েছে, অভিযান চালানোর সময় প্রতিটি সতর্কতা অবলম্বন করা হয়েছে যেন নিরাপরাধ লোক, বন্ধুত্বপূর্ণ উপাদান, ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পদ ও পরিবেশের কোনো ক্ষতি না হয়।
আনাদোলু বলছে, পিকেকে গোষ্ঠী উত্তর ইরাক থেকে তুরস্ক ও সিরিয়ার উত্তরাঞ্চলে হামলা চালায়। পিকেকে’কে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র, ইইউ এবং তুরস্ক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।