ধর্ম ডেস্ক : তুরস্কে অনুষ্ঠিতব্য বিশ্বের অন্যতম বৃহৎ ও মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিচারক হিসেবে যোগ দিচ্ছেন বাংলাদেশের প্রখ্যাত ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আজহারি। শুক্রবার (২৫ এপ্রিল) সকালে ঢাকা ত্যাগ করবেন তিনি।
তুরস্কের গাজিয়ান্তেপ শহরে আগামী ২৬ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত হিফজ ও ক্বিরাত বিভাগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতা শেষে আনকারায় প্রেসিডেন্ট প্যালেসে প্রতিবারের ন্যায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগান বিচারকমণ্ডলী এবং প্রতিযোগীদের মাঝে সম্মাননা এবং পুরস্কার প্রদান করবেন।
শাইখ আহমাদ বিন ইউসুফ আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)-এর প্রেসিডেন্ট ও মা’হাদুল ক্বিরাত বাংলাদেশ-এর পরিচালক। তিনি বাংলাদেশে বিশুদ্ধ তিলাওয়াত ও ক্বিরাতের রুপকার ক্বারী মুহাম্মাদ ইউসুফ রহ. এর বড় পুত্র।
২০১৮ সালে প্রথম বাংলাদেশি হিসেবে তুরস্ক আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিচারক হিসেবে আমন্ত্রিত হয়েছিলেন তিনি। এবারেও তার অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে আবারও বাংলাদেশের লাল-সবুজ পতাকা উড্ডীন হবে বলে মনে করছেন ধর্মীয় অঙ্গনের বিশিষ্টজনেরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।