শাকিবের নায়িকা হওয়া নিয়ে মুখ খুললেন নাজিফা তুষি

নাজিফা তুষি শাকিব খান

বিনোদন ডেস্ক : ‘হাওয়া’ সিনেমার অভিনেত্রী নাজিফা তুষি শাকিব খানের নায়িকা হচ্ছেন! সম্প্রতি এমন এক কথা ছড়িয়ে পড়েছে মিডিয়া পাড়ায়। আরও শোনা যাচ্ছে, তাদের নিয়ে সিনেমা নির্মাণ করবেন ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’র প্রযোজক আরশাদ আদনান। শুধু তাই নয়, এটি দিয়েই নাকি পরিচালক হিসেবে নাম লিখাতে যাচ্ছেন ভার্সেটাইল মিডিয়ার এই প্রযোজক।

নাজিফা তুষি শাকিব খান

যদিও এসব কথা সত্য নয় বলে জানিয়েছেন তুষি। তিনি জানান, আমি শাকিব খানের সঙ্গে জুটি বাঁধতে চলেছি অথচ আমিই জানি না। যেকোনো সূত্র ধরে একটা কিছু লিখে দেওয়া কি আসলেই ঠিক? আমার সঙ্গে শাকিব খান বা ভার্সেটাইল মিডিয়ার কারো সঙ্গেই এ বিষয়ে কোনো কথাই হয়নি। বক্তব্য না নিয়ে এমন খবর প্রকাশ করায় বেজায় চটেছেন তিনি।

তিনি আরও বলেন, সূত্র ধরে হুট করে এমন গুঞ্জন ছড়ানোর কোনো মানে হয় না। আমি কাজেই আছি তবে অন্য কিছু নিয়ে। এসব নিয়ে গুঞ্জন না ছড়ালে খুশি হব। নতুন কাজের খবর আমিই জানাব।

ভারতীয় চলচ্চিত্রে সর্বোচ্চ পারিশ্রমিকের ভিলেন যশ

উল্লেখ্য, নির্মাতা রেদওয়ান রনির ‘আইসক্রিম’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় অভিনেত্রী নাজিফা তুষির। ইতোমধ্যে ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব ফিল্মে এবং ‘হাওয়া’ সিনেমায় কাজ করে দেশব্যাপী প্রশংসিত হয়েছেন তুষি।