বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বিভিন্ন ইলেকট্রনিকস পণ্যের জন্য একাধিক নতুন চিপ উন্মোচন করেছে মিডিয়াটেক। এর মধ্যে অন্যতম একটি হলো পেনটোনিক ১০০০। চিপটি টেলিভিশনের জন্য উচ্চ রেজল্যুশন ও বেশি রিফ্রেশ রেটের সুবিধা দেবে। খবর গিজমোচায়না।
তাইওয়ানের অন্যতম চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান মিডিয়াটেক বিশ্বের বিভিন্ন টেলিভিশন কোম্পানির জন্য প্রসেসর সরবরাহ করে, যেগুলো অন্যান্য টেলিভিশনের তুলনায় আরো বেশি উন্নত ও কার্যকর। প্রতিষ্ঠানটি সম্প্রতি পেনটোনিক ১০০০ চিপ উন্মোচন করেছে, যেটি ফ্ল্যাগশিপ পর্যায়ের নতুন চিপ এবং এতে একাধিক ফিচার রয়েছে। চিপটি ফোরকে রেজল্যুশনের পাশাপাশি ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সুবিধা দেবে।
চিপটি ওয়াই-ফাই ৬/৬ই, এমইএমসি প্রযুক্তি ব্যবহারের সুবিধা দেবে, যেটি ভিডিওকে আরো মসৃণ করবে। এছাড়া এতে ডলবি ভিশন আইকিউ, প্রিসিশন ডিটেইল ও আটটি স্ক্রিন ইন্টেলিজেন্ট ভিউ ফিচার রয়েছে, যেগুলো ব্যবহারকারীকে একত্রে একাধিক স্ট্রিম দেখার সুবিধা দেবে।
অফিশিয়াল বিবৃতি অনুযায়ী, মিডিয়াটেক পেনটোনিক ১০০০ প্রসেসরটি মাল্টিকোর সিপিইউ সাপোর্টের পাশাপাশি ডুয়াল কোর জিপিইউ, এপিইউ ও ভিডিও ডিকোডিং ইঞ্জিন ব্যবহারের সুবিধা দেবে। যেসব টেলিভিশনে চিপটি ব্যবহার করা হবে সেগুলো গেমিংয়ের জন্য ১৪৪ হার্টজ ফোরকে ভিআরআর পর্যন্ত সাপোর্ট দেবে। তবে ডিফল্ট হিসেবে ফোরকে ১২০ হার্টজই থাকবে। নতুন চিপসেটে লো ল্যাটেন্সি মোড রয়েছে, যেটি গেমিং অভিজ্ঞতাকে আরো উন্নত করবে। চিপসেটটির সহায়তায় এভিওয়ান, এইচইভিসি, ভিপিনাইনসহ ভিভিসি বা এইচ.২৬৬ ফরম্যাটের ভিডিও প্লে করা যাবে।
মিডিয়াটেকের টেলিভিশন বিজনেস ইউনিটের ব্যবস্থাপনা পরিচালক অ্যালেক্স চেন বলেন, বর্তমানে স্মার্ট টেলিভিশনের যে প্রচলন রয়েছে সেটিকে আরো উন্নত করতেই আমরা পেনটোনিক ১০০০ চিপ ডিজাইন করেছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।