ইতালির টেলিভিশন সংবাদে শিহরিত শাকিব খান

সুপারস্টার শাকিব খান

বিনোদন ডেস্ক : আনুষ্ঠানিকভাবে পরপর নতুন দুই সিনেমার ঘোষণা দিলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। কিছুদিন আগেই ভারতে ‘দরদ’ সিনেমার শুটিং শেষ করে দেশে ফিরেছেন তিনি। এছাড়া রোববার রাতে বঙ্গভবন থেকে ঘোষণা করেন ‘রাজকুমার’ সিনেমার।

সুপারস্টার শাকিব খান

এদিকে সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর পাঁচতারকা হোটেলে সংবাদ সম্মেলনে নতুন আরও একটি সিনেমা করবেন বলে জানান এ অভিনেতা।

জানা গেছে, শাকিব খানের নতুন সিনেমার নাম ‘তুফান’। এছাড়া অনুষ্ঠানে সিনেমার মোড়ক উন্মোচন ও ফাস্ট লুক প্রকাশ করা হয়।

চিত্রনায়ক শাকিব খান ‘তুফান’ সিনেমার মহরতে এসে বলেন, “বাংলাদেশি সিনেমাও বিশ্ববাজারে প্রতিযোগিতা করছে। আমরা দিনে দিনে প্রযুক্তিগত দিকেও এগিয়ে যাচ্ছি। গেল ঈদে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ সিনেমার পর দেশে যেভাবে দর্শক সিনেমা দেখেছেন সেটি অকল্পনীয়, দেশের বাইরেও বিভিন্ন দেশে সিনেমাটির দর্শকের লাইন ছিল দীর্ঘ।”

ঢালিউড কিং আরও বলেন, ইতালিতে ‘প্রিয়তমা’ সিনেমাটি মুক্তি পেয়েছিল। আর সেখানে দর্শকদের উপচে পড়া ভিড় ছিল। এ বিষয়ে ইতালির একটি টিভি চ্যানেল সংবাদও প্রকাশ করেছে। আমি তাদের সেই সংবাদ দেখেছি। এটিই প্রমাণ করে বাংলা সিনেমার প্রচুর দর্শকপ্রিয়তা রয়েছে দেশে ও বাইরে।

cআগামী বছরের শাকিব খানের লাইন আপ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি আগামী বছরের লাইন আপ বলতে চাই না, ২০২৪ সালে আপনাদের দেখাতে চাই।’

জানা গেছে, রায়হান রাফী পরিচালিত শাকিব খানের নতুন সিনেমার নায়িকা এখনও চূড়ান্ত হয়নি। সিনেমাটি প্রযোজনা করছে আলফা আই, চরকি এবং পশ্চিমবঙ্গের স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ।

মারকাট অ্যাকশন ধাঁচের সিনেমায় শাকিব খানকে দেখতে মুখিয়ে আছেন দর্শকরা। নতুন সিনেমা ‘তুফান’ তেমনই ধুন্ধুমার ও হাইভোল্টেজ অ্যাকশন ধাঁচের সিনেমা।

এক ঘুষিতেই বন্ধ তুরস্কের ফুটবল লিগ

অন্যদিকে আগামীকাল মঙ্গলবার (১২ ডিসেম্বর) থেকে শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমার শুটিং শুরু হবে। টানা শুটিংয়ের মধ্য দিয়ে বাংলাদেশের কাজ শেষ করবেন তিনি। এর পর বাকি অংশের শুট করতে পাড়ি দেবেন যুক্তরাষ্ট্রে।