আন্তর্জাতিক ডেস্ক : টেলিভিশনের উপস্থাপক নো সাংবাদিক এখন ফুটপাতে খাবার বিক্রি করছেন। আফগানিস্তানের এমন একটি চিত্র উঠে এসেছে সাবেক আফগান সরকারের সঙ্গে কাজ করা কবির আকমল নামের এক ব্যক্তির টুইটারে।
সম্প্রতি টুইটারে সাবেক আফগান সরকারের সঙ্গে কাজ করা কবির আকমল নামের ওই ব্যক্তি দুটি ছবি পোস্ট করেছেন। একটি ছবি তালেবানের ক্ষমতায় আসার আগে।
আর একটি তালেবানশাসিত আফগানিস্তানের বর্তমান সময়ের।
কবির জানিয়েছেন, আফগান সাংবাদিক মুসা মোহাম্মদী চরম অর্থনৈতিক সংকটের কারণে প্রয়োজন মেটাতে এখন খাবার বিক্রি করছেন।
তালেবান আফগানিস্তানের ক্ষমতা হাতে নেওয়ার পর অনেকেই ভেবেছিলেন এবার হয়তো দেশটিতে শান্তি ফিরবে। যদিও সে আশায় গুড়ে বালি।
চরম সংকটের মধ্যে দিনাতিপাত করছে সাধারণ মানুষ। এবার আফগান এক টেলিভিশন উপস্থাপকের ফুটপাতে খাবার বিক্রির দৃশ্য দেশটির দুর্দশার চিত্রকে আরো স্পষ্ট করে দিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।