বিনোদন ডেস্ক : বর্তমানে দর্শকের বিনোদনের মূল হলো ধারাবাহিক। সকল কাজের শেষে ক্লান্তি দূর করতে মানুষ ধারাবাহিকেই বেছে নেন। শুধু তাই নয়, মনোরঞ্জনের সাথে সাথে প্রিয় ধারাববাহিকের অভিনেতা অভিনেত্রীদের নিয়েও সোশ্যাল মিডিয়া সবসময়ই সরগরম থাকে।
ফ্যানেদের মাঝে যুদ্ধ চলতে থাকে। প্রিয় ধারাবাহিক পর্দায় দেখতে না পারলে দর্শকের মন খারাপ হয়ে যায়। প্রিয় অভিনেতা অভিনেত্রীদের পর্দায় না দেখলে তাদের মন খারাপ হয়। সম্প্রতি দিদি নং ১ এর মঞ্চে হাজির হলেন পর্দার দুই বোন যারা বাস্তবেই দুই বোন।
ইন্ডাস্ট্রির সাথে জড়িত অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সাধারণ মানুষের একটা আগ্রহ কাজ করে। তাদের পরিবার, প্রিয়জন, পছন্দ-অপছন্দ সবটাই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। সম্প্রতি দিদি নং ১ এর মঞ্চে হাজির হয়েছিলেন ধারাবাহিকের বেশ কিছু অভিনেত্রী সাথে নিজেদের খুনসুটি করার সাথীকে নিয়ে হাজির হয়েছিলেন তারা। আর সেখানে উপস্থিত ছিলেন পর্দার দুই বোন যারা কিনা বাস্তবেও দুই বোন।
দিদি নং ১ এর মঞ্চে দিদি-বোন স্পেশাল এপিসোডে উপস্থিত ছিলেন পিলু ধারাবাহিকের অভিনেত্রী পিলু ও তার বোন, মিঠাই ধারাবাহিকের অভিনেত্রী নিপা ও তার বোন, মিঠাই ধারাবাহিক থেকে অভিনেত্রী পিঙ্কি ও তার দিদি, আর যমুনা ঢাকি থেকে দুই বোন শ্রী ও রাজন্যা। দিদি নং ১ এর এপিসোড ধারাবাহিকের দুই বোনকে বাস্তবে দুই বোন দেখে ডেস্ক বেশ খুশি হয়েছেন।
জুঁই ও পায়েল ১১ বছরের ছোট বড়ো। অভিনেত্রী জুঁই সরকার অভিনেত্রী পায়েল সরকারের দিদি। দিদি নং ১ এর মঞ্চে এসে পায়েল দিদির কথা ফাঁস করলেন অভিনেত্রী রচনা ব্যানার্জীর সামনে। পায়েল জানান জুঁই তার কাছে মায়ের মতোই। কাজের সূত্রে তারা একসাথে বাড়ি থেকে দূরে থাকেন। জুঁই তার বোনের প্রতি খুব প্রোটেক্টিভ। বোনকে ছাড়া এক মুহূর্ত চলেনা তার। বোনের প্রতি হাজার রাগ করলেও তার থেকে বেশিক্ষন দূরে থাকতে পারেননা।
খোলামেলা দৃশ্যে পরিপূর্ণ এই ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না
রচনা ব্যানার্জী দুই বোনের একে অপরের কাজ দেখে কে কতটা ভালোবাসে জিজ্ঞেস করলে জুঁই বলেন বোনেকে পর্দায় ভালো কাজ করতে দেখলে তিনি একজন মায়ের মতোই গর্ব বোধ করেন। বোনকে নিজের ভুল থেকে শিক্ষাও দেন. যাতে সে তার ভুলটা না করে বসে। দুই বোনের এমন মধুর সম্পর্ক প্রাণ জুড়িয়ে দিয়েছে দর্শকের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।