বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সম্প্রতি আন্তর্জাতিক বাজারে এসেছে টিভিএসের নয়া বাইক অ্যাপাচি আরটিআর ৩১০ মডেল। অনবদ্য ফিচার নিয়ে ভারতের বাজারে এসেছে বাইকটি। গত কয়েকমাস ধরে টিভিএসের এই নতুন মোটরবাইকের জল্পনা শোনা যাচ্ছিল। বাইক-প্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন অ্যাপাচি থেকে পর্দা সরাল কোম্পানি।
বাইকটি যেই মডেলকে অনুসরণ করে আনা হয়েছে অর্থাৎ টিভিএস অ্যাপাচি আরআর ৩১০ মডেল। ওই মডেল থেকেও নতুন মডেলের দাম কম।
দুর্দান্ত ফিচার্স এবং ইঞ্জিনে বাজারে এসেছে এই বাইক। টিভিএস অ্যাপাচি সিরিজের এই মোটরসাইকেলের দাম ভারতে ২ লাখ ৪৩ হাজার রুপি। এই স্পোর্টস বাইকে রয়েছে একগুচ্ছ স্মার্ট ফিচার্স যেমন ক্রুজ কন্ট্রোল, টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম ইত্যাদি যা সাধারণত চার চাকায় দেখতে পাওয়া যায়।
টিভিএস-এর এই মোটরসাইকেলে থাকছে টায়ার প্রেশার মনিটরিং (টিপিএমএস) ফিচার। যা চাকায় বাতাসের চাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে রাইডারকে। এছাড়াও রয়েছে ক্রুজ কন্ট্রোল এবং বাই-ডিরেকশনাল কুইকশিফটার। এখানেই শেষ নয়, গাড়িতে যেমন গরম ও ঠান্ডা আসন পাওয়া যায় তেমনই সুবিধা রয়েছে এই বাইকেও।
অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে ৫ ইঞ্চির টিএফটি ডিসপ্লে, এলইডি লাইটিং, স্মার্টফোন কানেকশন, অ্যাডজাস্টেবেল সাসপেনশন ইত্যাদি। এবার আসা যাক বাইকের ইঞ্জিন ও পারফরম্যান্সে।
নেটমাধ্যমে বাইকের এক্সহস্ট ডিজাইন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। এতে কোম্পানি দিয়েছে ৩১২ সিসি লিকুইড কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা সর্বোচ্চ ৩৫.৬ হর্সপাওয়ার এবং ২৮.৭ নিউটন মিটার টর্ক তৈরি করতে সক্ষম। সঙ্গে আছে ৬ স্পিড গিয়ারবক্স এবং অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।