বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অল্প দিনেই ভারতে একগুচ্ছ নতুন মোটরসাইকেল লঞ্চ হয়ে গিয়েছে। বাজারে সবথেকে সস্তা বাইক নিয়ে পা রেখেছে হারলে-ডেভিডসন। লঞ্চ হয়েছে হিরো মটোকর্প এবং হন্ডার নতুন মোটরসাইকেল। কিন্তু এই দৌড়ে দেখা মিলছিল না টিভিএস-এর। তবে সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে শীঘ্রই। ভারতে আসছে TVS Apache RTR 310।
সম্প্রতি সংস্থার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে তারিখ। 6 সেপ্টেম্বর লঞ্চ হবে এই মোটরসাইকেল। বুকিং শুরু হবে 6 তারিখের পর । অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল 310 সিসি ইঞ্জিনের একটি চাবুক বাইক বাজারে আনতে পারে টিভিএস। কিন্তু সংস্থার তরফ থেকে নিশ্চিত কিছু জানানো হয়নি।
এই রোডস্টার মোটরসাইকেলের নাম প্রকাশ না করলেও একাধিক রিপোর্টে দাবি RR 310 এর উপর ভিত্তি করে RTR 310 আনতে চলেছে টিভিএস। এর আগে Apache RTR সিরিজের 160 সিসি এবং 200 সিসির বাইক দেখেছে ভারতবাসী। এবার পালা আরেকটু বড় 310 সিসি ইঞ্জিনের।
TVS Apache RTR 310-এ বিশেষ কী?
ভারতে কি তাহলে প্রিমিয়াম মোটরসাইকেলের বাজার শক্তিশালী হচ্ছে? কারণ সাম্প্রতিক ট্রেন্ড লক্ষণ করলে আপনার এমনটাই মনে হতে পারে। অনেক সংস্থাই চাইছে 300 সিসি অধীন বাইক আনার। এ ক্ষেত্রে টিভিএস এর মোটরসাইকেলে কী চমক থাকবে? সম্পূর্ণ বৈশিষ্ট্য ক্রমশ প্রকাশ্য হলেও কিছু রিপোর্ট থেকে জানা গিয়েছে, এতে ডিজিটাল ডিসপ্লে এবং ব্লুটুথ কানেক্টিভিটি পাওয়া যাবে।
যেহেতু এটি একটি নতুন মোটরসাইকেল হতে চলেছে তাই বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। যেমন সিঙ্গেল পিস হ্যান্ডেলবার, সম্পূর্ণ LED লাইটিং,ব্লুটুথ কানেকশন TFT ডিসপ্লে, একাধিক রাইডিং মোড এবং ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম।
কী ইঞ্জিন থাকবে?
312 সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল্ড ইঞ্জিন মিলবে এতে যা সর্বোচ্চ 33.5 হর্সপাওয়ার এবং 27.3 নিউটন মিটার টর্ক তৈরি করতে সক্ষম। বাইকাররা আশা করছেন, RR 310 এ যেমন পারফরম্যান্স পাওয়া যায় ঠিক তেমনই কিছুটা মিলবে এতে।
TVS Apache RTR 310 বাইকের পূর্ণাঙ্গ দাম 6 সেপ্টেম্বর তারিখেই নিশ্চিত হওয়া যাবে। তবে একাধিক অটোমোবাইল রিপোর্টে বাইকের সম্ভাব্য দাম জানিয়েছে। এটি 2.40 থেকে 2.50 লাখ টাকার মধ্যে লঞ্চ হতে পারে। অন্যদিকে ভারতে TVS Apache RR 310 বাইকের দাম 2.65 লাখ টাকা (এক্স-শোরুম)।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।