বাজার কাঁপাতে আসছে টিভিএস এর নতুন বাইক, যেমন মাইলেজ তেমনই ফিচার

TVS-Fiero-125

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ফের বাজার গরম করতে চলেছে টিভিএস। ভারতীয় বাজারে নিজেদের প্রভাব আরও বাড়াতে নতুন বাইক লঞ্চ করতে চলেছে কোম্পানি। অবশ্যই মধ্যবিত্তের লাগালের মধ্যে হতে চলেছে নবাগত এই বাইক।

TVS-Fiero-125

মাইলেজ এবং ফিচারের দিক এমনিতে অন্যান্য কোম্পানির দিক থেকে কয়েক ধাপ এগিয়ে বাজাজ অটো। স্পোর্টি লুকের সঙ্গে ১২৫ সিসি কমিউটার বাইক ইতিমধ্যে লঞ্চ করেছে তারা। দিন দুই হল আন্তর্জাতিক বাজারেও লঞ্চ হয়েছে বাইকটি। বাইকটি আজ সাফল্যের নতুন মাইলফলক তৈরি করছে। টিভিএস কোম্পানি টিভিএস ফিয়েরো ১২৫ নামে আরেকটি কমিউটার বাইক লঞ্চ করতে পারে বলে মনে করা হচ্ছে।

সব ঠিক থাকলে এই বাইকে নতুন ভার্সন টিভিএস রাইডারের চেয়ে আরও বেশি শক্তিশালী ইঞ্জিন, ফিচার এবং স্পেসিফিকেশন থাকতে পারে। যদিও কোম্পানির পক্ষ থেকে নতুন ভার্সনের ব্যাপারে এখনো কোনো ঘোষণা করা হয়নি। বিশেষজ্ঞদের মতে, আগামী দিনে এ ধরনের বাইকের চাহিদা দ্রুত বাড়তে পারে। এ জন্য অন্যান্য কোম্পানিগুলোকেও নিজ নিজ পর্যায়ে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে বলে অনুমান করা হচ্ছে।

টিভিএস ফিয়েরো ১২৫-এ ১২৪.৮ সিসি ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট ইন্সটল করা থাকতে পারে। তবে এর প্ল্যাটফর্ম সম্পর্কে এখনও কোনও অফিসিয়াল তথ্য পাওয়া যায়নি। নিরাপত্তার জন্য রেইডারের মতো, সিঙ্ক্রোনাইজড ব্রেকিং সিস্টেমের সুবিধা সহ সামনের টায়ারে ডিস্ক এবং পিছনের টায়ারে ড্রাম ব্রেক থাকতে পারে। সূত্রের খবর, ফিয়েরো ১২৫-এ একটি বড় ফুয়েল ট্যাঙ্ক (তেলের ট্যাঙ্ক) দেওয়া যেতে পারে। যার ফলে সহজে অনেকটা পথ অতিক্রম করা সম্ভব হবে।

পুরুষের এই গুণটি নারীকে সবচেয়ে বেশি আর্কষণ করে

রেইডার ১২৫-এর মতো ফিয়েরো ১২৫-তেও ৬৫ কিমি প্রতি লিটার পর্যন্ত মাইলেজ দেওয়ার ক্ষমতা থাকতে পারে। এছাড়াও স্মার্ট ফিচার হিসেবে বাইকটিতে দেখা যেতে পারে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল, ডিজিটাল ঘড়ি, লো ফুয়েল ওয়ার্নিং লাইট, ব্লুটুথ কানেক্টিভিটি, ডিজিটাল ট্রিপমিটার, নেভিগেশন এবং রিয়েল-টাইম মাইলেজের মতো বৈশিষ্ট্য। অন রোড প্রাইস পড়তে পারে ১.৩৫ লাখ টাকা।