পালসারকে টেক্কা দিতে দুর্দান্ত মডেলের নতুন বাইক আনলো টিভিএস

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বাজাজের তৈরি পালসার জনপ্রিয় মোটরসাইকেল। এই বাইককে টেক্কা দিতে হাজির হয়েছে টিভিএসের নতুন মোটরসাইকেল। যার নাম টিভিএস রেইডার সুপার স্কোয়াড এডিশন। মাইলেজ ও পারফরম্যান্সের নিরিখে দারুণ বিকল্প এই বাইক। দামও বাজাজ পালসারের থেকে কম। টিভিএস এর এই বাইকটি সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

দুই চাকার বাজারে বিশেষ করে মোটরসাইকেলের ক্ষেত্রে বাজাজ পালসার অন্যতম একটি নাম। নতুন বাইক কেনার সময় বহু মানুষের প্রথম চয়েস থাকে এই মোটরবাইক। তবে টিভিএস সম্প্রতি এমন একটি টু হুইলার এনেছে যার সামনে পালসার ফিকে মনে হতে পারে।

আগস্ট মাসে বাইকটি লঞ্চ করেছে টিভিএস মোটর। ১২৫ সিসি বাইকের বাজারে রাজত্ব করতে এই বাইক হাজির হয়েছে। দারুণ মাইলেজের পাশাপাশি দুরন্ত পারফরম্যান্স দিতে পারে টিভিএস রেইডার।

রেইডারের সুপার স্কোয়াড এডিশনে প্রতি লিটারে ৬৭ কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে। সঙ্গে মিলবে ফাটাফাটি হর্সপাওয়ার এবং টর্ক। এই বাইকে ইঞ্জিন রয়েছে ১২৪.৮ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। সঙ্গে ৫ স্পিড গিয়ারবক্স। এই ইঞ্জিন সর্বোচ্চ ১১.২ হর্সপাওয়ার এবং ১১.২ এনএম টর্ক তৈরি করতে পারে।

একাধিক স্টাইলিশ ফিচার ও লুকও দিয়েছে টিভিএস। মূলত, মার্ভেল থিম-এর উপর ভিত্তি করে এই বাইক ডিজাইন করেছে সংস্থা। এতে ফিচার্স রয়েছে এলইডি হেডলাইট, এলইডি টেল লাইট, ডিজিটাল ডিসপ্লে এবং কম্বি ব্রেকিং সিস্টেম।

বাইকে মিলবে ইউএসবি চার্জিং পোর্ট, ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ট্রিপমিটার, ডিজিটাল ক্লক, রাইডিং মোড, সামনে ডিস্ক ও পেছনের চাকায় ড্রাম ব্রেক। তবে এই বাইকে পাবেন না অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (এবিএস)। তবে এতে রয়েছে সিনক্রোনাইজড ব্রেকিং টেকনোলজি।

হলিউড সিনেমার মার্ভেল সিরিজের দুটি চরিত্র ব্ল্যাক প্যান্থার এবং আইরন ম্যানের থিমকে অনুসরণ করে ডিজাইন করা হয়েছে। ব্ল্যাক প্যান্থারের ক্ষেত্রে মিলবে ব্ল্যাক ও পার্পেল রংয়ের ডুয়াল টোন ফিনিশ। আর আইরন ম্যানে মডেলে মিলবে রেড ও হোয়াইটের ডুয়াল টোন ফিনিশ।

এই মোটরসাইকেল ১টি ভেরিয়েন্টেই লঞ্চ করেছে সংস্থা। দাম রাখা হয়েছে ভারতে ৯৮ হাজার ৯১৯ রুপি।