বাজার কাঁপাতে নতুন দুই অ্যাপাচি আরটিআর আনলো টিভিএস

Apache RTR

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : টিভিএসের জনপ্রিয় সিরিজ অ্যাপাচি আরটিআর। এই সিরিজে এলো নতুন দুই মডেল। এগুলো হলো টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০ এবং আরটিআর ১৬০ ফোরভি বাইকের ব্ল্যাক এডিশন।

Apache RTR

নতুন ভ্যারিয়েন্ট আজ থেকেই কিনতে পারবেন শোরুমে। ইতিমধ্যে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে লিস্ট করা হয়েছে এই বাইক। এতে রয়েছে ১৬০ সিসির ইঞ্জিন। দারুণ চোখ জুড়ানো ডিজাইন ও ফিচার্স দেওয়া হয়েছে মোটরসাইকেলে।

ভারতের দুই বাইকের দাম রয়েছে এক লাখ ২৪ হাজার ৮৭০ রুপি। দুই বাইকের ড্রাম ভ্যারিয়েন্টে এই ব্ল্যাক এডিশন লঞ্চ করেছে টিভিএস। অল ব্ল্যাক গ্লসি রঙ যোগ করা হয়েছে হেডলাইট কাউল, ফুয়েল ট্যাংক, সাইড প্যানেল এবং এক্সহস্টে।

বাইকে টিভিএসের যে লোগো রয়েছে তাতেও মিলবে অল ব্ল্যাক থিম। ডিজাইনের দিক দিয়ে আরও একটি লক্ষণীয় বিষয় হল, বাইকের বডিতে কোনও গ্রাফিক্স দেখতে পাবেন না। দেরি না করে দ্রুত বাইকের ইঞ্জিন ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

নতুন টিভিএস অ্যাপাচি আরটিআর বাইকের ইঞ্জিন ও স্পেসিফিকেশন

ডিজাইনের দিক দিয়ে আমূল বদল হলেও ইঞ্জিন স্পেসিফিকেশন আগের মতোই রয়েছে। আরটিআর ১৬০ ফোরভি মডেলে পাবেন ১৫৯.৭ সিসির সিঙ্গেল সিলিন্ডার ৪ ভালভ ইঞ্জিন। যা সর্বোচ্চ ১৭.৫৫ পিএস শক্তি এবং ১৪.৭৩ এনএম টর্ক তৈরি করতে পারে। অন্যদিকে আরটিআর ১৬০ মডেলে পাবেন ২ ভালভসহ একই ইঞ্জিন ক্যাপাসিটি। যা সর্বোচ্চ ১৬.০৪ পিএস শক্তি এবং ১৩.৮৫ এনএম টর্ক তৈরি করতে পারে।

দুই বাইকের সামনেই রয়েছে টেলিস্কপিক ফর্ক সাসপেনশন। কিন্তু, আরটিআর ১৬০-এর পেছনে রয়েছে টুইন শক অ্যাবসর্বার এবং ১৬০ ফোরভি মডেলে রয়েছে মনোশক সাসপেনশন। যদি ব্ল্যাক এডিশন কেনেন তাহলে শুধু ড্রাম ব্রেক পাবেন। এটির একটি ডিস্ক ব্রেক ভ্যারিয়েন্টও পাবেন।

বাইকের মাইলেজ ৬১ কিমি প্রতি লিটার, যেহেতু ডিস্ক ব্রেক নেই তাই মাইলেজ খানিকটা বেশিও পেতে পারেন। এটির টপ মডেল যদি কেনেন তাহলে সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেমও (এবিএস) পাওয়া যাবে। ফিচার্সে ক্ষেত্রে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল, এলইডি লাইটিং এবং গিয়ার ইন্ডিকেটর পাবেন।