বাইকের জগতে আকর্ষণীয় এবং জনপ্রিয় বাইক হচ্ছে টিভিএস। নতুন নতুন বাইক এনে গ্রাহকদের সন্তুষ্ট করছে। এবার আরও একটি নতুন স্কুটার আনছে বাজারে। এবারের স্কুটারটি বৈদ্যুতিক স্কুটার। স্কুটারের মডেলের নাম দেওয়া হয়েছে টিভিএস অরবিটর।
টিভিএস অরবিটরে অনেক অত্যাধুনিক ফিচার্স দেওয়া হয়েছে। পেটেন্ট ডিজাইন অনুসারে, নতুন স্কুটারটির অনেক উপাদান টিভিএস আইকিউব থেকে নেওয়া হয়েছে। তবে আইকিউবের তুলনায় এই স্কুটার আরও স্টাইলিশ ও অ্যারোডায়নামিক ডিজাইনের সঙ্গে আসবে বলেই ধারণা করা হচ্ছে।
স্কুটারটির লুক স্লিম এবং মসৃণ। এই স্কুটারের সামনে থাকবে একটি এলইডি হেডল্যাম্প, যা ডে টাইম রানিং লাইটে ইন্টিগ্রেট করা থাকবে। অরবিটরে লুক একটি ফ্যামিলি স্কুটারের মতই হবে। স্কুটারটি বিশেষভাবে তরুণদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। যারা কম বাজেটে একটি বৈদ্যুতিক স্কুটার কিনতে চান।
এই স্কুটারের ডিজাইন ও পারফরম্যান্স এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি দৈনন্দিন ব্যবহারের ক্ষেত্রে নির্ভরযোগ্য প্রমাণিত হয়। স্কুটারটি একবার চার্জে বেশ ভালো রেঞ্জ ও পারফরম্যান্স দেবে বলেই আশা করা যাচ্ছে। এখনো এই স্কুটারটি বাজারে আসেনি। তাই দাম, ফিচার্স এবং প্যারফরম্যান্স সম্পর্কে তেমন কিছু জানা যায়নি।
সূত্র: অটোকার ইন্ডিয়া, হিন্দুস্থান টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।