বাজার কাঁপাতে আসছে TVS Raider 125 মার্ভেল সুপার স্কয়াড

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ইয়ং জেনারেশনের শখের চাহিদা বলতে একটাই বাজেট ফ্রেন্ডলি একটা বাইক সাথে একটা দুর্দান্ত লুক। আর ক্রেতাদের এই চাহিদায় পূরণ করেছে TVS RAIDER 125. ভারতে ১২৫ সিসি কমিউটার মোটরসাইকেলের জগতে স্টাইলিশ মডেল হিসাবে মন কেড়েছে এই মডেল। এবার এই ইয়ং জেনারেশনের ক্রেতাদের জন্য দারুন খবর কারণ বাইকটি এবার মার্ভেল সুপার স্কয়াড (Marvel Super Squad) এডিশন লঞ্চ করতে চলেছে টিভিএস। আগামী ১১ আগস্ট উন্মোচিত হবে স্পেশাল এডিশন মডেলটি, হতে পারে লঞ্চও।

চলুন তাই তার আগে এই বাইকটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক-

TVS Raider Marvel Super Squad:

tvs এর পূর্বেই মার্ভেলের সাথে হাত মিলিয়ে লঞ্চ করেছে NTorq 125. যাতে যুক্ত করা হয়েছে ক্যাপ্টেন আমেরিকা, আইরন ম্যান এবং ব্ল্যাক প্যান্থার রঙের সাথে মিল রেখে অভিনব পেইন্ট থাম। TVS Raider Marvel Super Squad এও এই একই পন্থা অবলম্বন করা হবে বলেই তথ্য সামনে আসছে। ইতিমধ্যে কিন্তু দুটো নতুন কালার স্কিমের ইঙ্গিত দেওয়া হয়ে গেছে।

TVS Raider ১২৫:

বর্তমানে যে TVS Raider ১২৫ রয়েছে তাতে অফার করা হয় ১২৪.৮ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড ইঞ্জিন যা সর্বোচ্চ ১১.২২ বিএইচপি শক্তি এবং ১১.২nm টর্ক উৎপন্ন করে।

ইঞ্জিনের সাথে যুক্ত রয়েছে ৫ স্পিড গিয়ারবক্স। হার্ডওয়্যারের প্রসঙ্গ বলে এতে রয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক সাসপেনশন, ৫স্টেপ এডজাস্টেবল রিয়ার মনোশক।

দামের কথা বললে এই গাড়িটি তিনটি ভ্যারিয়েন্ট অফার করে প্রথমটি SX যার দাম ১,০০,৯৭০. দ্বিতীয়টি হল স্প্লিট সিট যার দাম ৯৫ হাজার ৬১৯ টাকা। এবং আরেকটি সিঙ্গেল সিট যার দাম ৯৪৬১৯ টাকা। তবে আসন্ন TVS Raider Marvel Super Squad টির দাম এর থেকে বেশি হবে বলেই আশা করা হচ্ছে। এতে কি কি অফার করা হবে তা এ ওপর থেকে পর্দা সরালে জানা যাবে।