বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : টিভিএসের জনপ্রিয় মোটরসাইকেল রোনিন এলো স্পেশাল এডিশনে। সম্প্রতি ভারতের বাজারে এসেছে রোনিন ২২৫ মডেলের নতুন ভার্সন। বিশেষ ভাবে তৈরি করে এই বাইক লঞ্চ করেছে কোম্পানি। স্পেশাল এডিশন হওয়ায় স্বাভাবিক ভাবেই বেশ কিছু পরিবর্তন হয়েছে। এক নজরে বাইক সম্পর্কে খুঁটিনাটি জেনে নিন।
২০২২ সালে এই বাইকটি লঞ্চ করে টিভিএস। বহু বাইক-প্রেমীদের ভালোবাসা পায় এই মোটরসাইকেল। অনেকের কাছে এটি একটি কমপ্লিট প্যাকেজ।
বাইকের দাম রাখা হয়েছে ভারতে পৌনে দুই লাখ রুপি। কোম্পানির পক্ষ থেকে, এটিই ছিল প্রথম মডার্ন-রেট্রো মোটরসাইকেল।
এই বাইকে যে মূল পরিবর্তন করা হয়েছে তা হল নতুন গ্রে শেড, সঙ্গে ভিন্ন বডি গ্রাফিক্স। যে স্ট্যান্ডার্ড মডেল রয়েছে তার থেকে অনেকটাই আলাদা। বেস কালার রয়েছে গ্রে এবং তার উপর ট্রিপল টোন কালার স্কিম। সঙ্গে আবার সাদা ও লাল স্ট্রাইপ।
বাইকের যে হেডল্যাম্প বেজেল ও হুইল রিম রয়েছে তা কালো রংয়ে ফিনিশ করা হয়েছে। এছাড়াও বেশ কিছু নতুন ফিচার্স থাকছে যেমন – ইউএসবি চার্জার, ভাইসর এবং নতুন ইএফআই কভার। ফিচার্স সমৃদ্ধ, আধুনিক ডিজাইনে মোড়া এই বাইক নিয়ে বেশ আশাবাদী কোম্পানিও।
বাইকের ইঞ্জিন থাকছে ২২৫ সিসি সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুলড ইঞ্জিন। যা সর্বাধিক ২০.১ হর্সপাওয়ার এবং ১৯.৯৩ নিউটন মিটার টর্ক তৈরি করতে পারে। সঙ্গে মিলবে ৫ স্পিড গিয়ারবক্স, অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ। ৪২ কিমি প্রতি লিটার মাইলেজ দিতে পারে এই বাইক।
বাইকের অন্যান্য হার্ডওয়্যারের মধ্যে থাকছে ইউএসডি ফ্রন্ট ফর্ক সাসপেনশন, ৭ স্টেপ অ্যাডজাস্টবেল মনোশক। দুই চাকাতেই মিলবে ডিস্ক ব্রেক এবং ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম।
বাইকের ফিচার্স থাকছে এলইডি হেডলাইট, এলইডি ডিআরএল। এই বাইকে আরবান ও রেইন এই দুইটি রাইডিং মোড রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।