বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : টিভিএস মোটর বাজারে যে স্কুটারগুলো বিক্রি করে তার মধ্যে অন্যতম এক্সএল মোপেড। অত্যন্ত হালকা ওজনের এই স্কুটার প্রায়শই দেখা যায় রাস্তায়। এই স্কুটার চালানোর খরচ যেমন কম, নিয়ন্ত্রণ করাও সহজ। জনপ্রিয় এই স্কুটার আসছে ইলেকট্রিক ভার্সনে। জ্বালানির পরিবর্তে শিগগিরই ব্যাটারিতে চলবে দুই চাকার বাহনটি।
এক্সএল-এর ইলেকট্রিক ভার্সন বাজারে আনার জন্য পেটেন্ট ফাইল করেছে। ধারণা করা হচ্ছে, শিগগিরই ইলেকট্রিক স্কুটার তৈরির কাজ শুরু হবে।
টিভিএস এক্সএল স্কুটারের স্বীকৃতি মাইলেজ প্রতি লিটার জ্বালানিতে ৬০ কিলোমিটার। এর দুই চাকাতেই রয়েছে ড্রাম ব্রেক। ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি ৪ লিটার।
স্কুটারটিতে আছে ৯৭ সিসির এয়ার কুল্ড ইঞ্জিন সঙ্গে সিঙ্গেল স্পিড গিয়ারবক্স। স্কুটারে পাবেন অ্যানালগ স্পিডোমিটার এবং ওডোমিটার। স্কুটারের কার্ব ওয়েট ৮৯ কেজি, ১৩০ কেজি ওজন বহন করতে পারে। হ্যালোজেন বাল্ব হেডলাইট ও টেললাইট রয়েছে স্কুটারের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।