বিনোদন ডেস্ক : পুরুষকে নিরাবরণ দেখার অভিজ্ঞতা অস্বস্তিকর। কিন্তু নারীকে খোলামেলা দেখতে সবাই পছন্দ করেন। জানালেন টুইঙ্কল। নিরাবরণ পুরুষ নিয়ে চর্চাকে আর একটু উস্কে দিলেন টুইঙ্কল খন্না। রণবীর সিংহ আর এমন কী করলেন! মহিলাদের থানা-পুলিশ, প্রতিবাদ… এ সব নেহাতই তুচ্ছ। ‘আসল জিনিস’ দেখেছিলেন তাঁর শাশুড়ি মা, অর্থাৎ অক্ষয় কুমারের মা স্বর্গীয়া অরুণা ভাটিয়া।
মুম্বইয়ের এক সংবাদমাধ্যমকে সেই অভিজ্ঞতার কথা বলার সময় হাসির দমকে অস্থির টুইঙ্কল। কোনও মতে বলেন, ‘‘কয়েক বছর আগেকার কথা। আমার পিসি-শাশুড়ি তখনও অডিয়ো আর ভিডিও কলের তফাত বুঝতেন না। ভিডিও কলই এসেছিল।
বাথরুমের দরজা খুলে ফোনটা সোজা বাড়িয়ে দিলেন তাঁর ৭২ বছরের স্বামীর কাছে। তিনি তখন গায়ের জল মুছতে তোয়ালে খুঁজছেন। পিসি বললেন, ‘মোহনজি এই নিন, দিদি আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে মুম্বই থেকে ফোন করছেন!’ তখনই আমার শাশুড়ি ও প্রান্তে ঝপ করে কলটি কেটে দিলেন। কারণ, সদ্যস্নাত মোহনজি তখন জন্মদিনের পোশাকে! গায়ে তাঁর সুতোটি ছিল না।’’
গল্পটি বলে টুইঙ্কল আবারও ফেরেন রণবীর প্রসঙ্গে। তাঁর মতে, সবাই এক জন অনাবৃত মহিলার দিকে তাকাতে পছন্দ করেন। পুরুষের নিরাবরণ চেহারা অনেকের কাছেই অস্বস্তির উদ্রেক করে। তাঁর শাশুড়িও সে দিন মোটেই আনন্দ পাননি বলেই ধারণা টুইঙ্কলের।
প্রসঙ্গত, ২০২১ সালে অক্ষয়ের মা অরুণা ভাটিয়া প্রয়াত হয়েছেন। সে সময় শোকে মুহ্যমান হয়ে পড়েছিলেন ‘খিলাড়ি’। বিষাদে ডুবেছিলেন টুইঙ্কলও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।