জুমবাংলা ডেস্ক : দাম্পত্য জীবনে ১৩ বছরে ধরে সন্তান হচ্ছিলো না সাজিয়া আফরিন লিজা ও রায়পুরা উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুমন মিয়ার। অসুস্থতাজনিত কারণে এ সমস্যা জানতে পেরে তারা বিদেশ গিয়ে চিকিৎসা নেন। এরপর জমজ সন্তানের জন্ম হলেও দুই মেয়ের মুখ দেখে যেতে পারলেন না বাবা। নির্বাচনী সহিংসতায় তার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিহত সুমনের স্ত্রী লিজা যমজ সন্তানের জন্ম দেন। সুমন মিয়া গত ২২ মে নরসিংদীর রায়পুরা উপজেলার পাড়াতলীতে নির্বাচনী প্রচারণায় গিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত হন।
সুমন মিয়ার বাবা চরসুবুদ্ধি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজী নাসির উদ্দিন জানান, দুই নাতনি ও তার পুত্রবধূ সুস্থ আছেন।
গত ২২ মে উপজেলার চরাঞ্চলের পাড়াতলীতে প্রচারণার সময় নির্বাচনী সহিংসতায় আহত হয়ে হাসপাতালে মারা যান সুমন।
২৩ মে এ ঘটনায় রায়পুরা উপজেলা পরিষদের সব পদে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন (সিইসি)।
ঘটনার তিনদিন পর ২৬ জনকে আসামি করে নিহতের বাবার দায়ের করা হত্যা মামলায় এখন পর্যন্ত চারজন গ্রেপ্তার হয়েছেন।
রায়পুরা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হালিম বলেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া হত্যার ঘটনায় দুইটি মামলা হয়েছে। এ ঘটনায় এজাহারভুক্ত একজন আসামিসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।