বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম ট্যুইটারে অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য একটি নতুন ফিচার নিয়ে এসেছে। এখন থেকে টুইট সরাসরি হোয়াটসঅ্যাপে শেয়ার করা যাবে।
অ্যান্ড্রয়েড ইউজারদের জন্যই শুধু টুইটারের নিচে যুক্ত হয়েছে হোয়াটসঅ্যাপ বাটন। এর ফলে মাত্র একবার ট্যাপ করলেই হোয়াটসঅ্যাপের কনট্যাক্ট লিস্টে থাকা যে কাউকে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে টুইট শেয়ার করা সম্ভব। আগের মতো আর লিঙ্ক কপি করে তারপর শেয়ার করতে হবে বা প্রয়োজন পড়বে না। তবে আইওএস ইউজারদের জন্য এই ফিচারটি এখনো চালু হয়নি।
বর্তমানে শুধু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাই এই সুবিধা পাবেন এবং ভারতের টুইটার ইউজাররাও এই সুবিধা পাবেন। আইওএস ইউজারদের জন্য এই ফিচার চালু হয়নি। সম্প্রতি শোনা গিয়েছে ট্যুইটারে চালু হতে চলেছে ‘এডিট’ অপশন। ৩০ মিনিট পর্যন্ত টুইট এডিট করার সুযোগ মিলবে এই ফিচারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।