বিনোদন ডেস্ক : টুইটারকে দায়িত্বজ্ঞানহীন এবং অনিরাপদ বলে অভিহিত করলেন জনপ্রিয় পপতারকা সেলেনা গোমেজ। সামাজিক যোগাযোগ মাধ্যমের প্লাটফর্মটিকে বিপজ্জনক বলেও উল্লেখ করেছেন ৩০ বছর বয়সী এই গায়িকা। সম্প্রতি ভ্যানিটি ফেয়ারের সাথে একটি কথোপকথনে একথা বলেছেন সেলেনা। তিনি ম্যাগাজিনটির ২০২৩ সালের হলিউড কভারের সম্মানিত একজন।
ভ্যানিটি ফেয়ারের সাথে কথোপকথনে সেলেনাকে মাইক্রো-ব্লগিং সাইট টুইটার ও বর্তমান টুইটার প্রধান ইলন মাস্ক সম্পকে জিজ্ঞাসা করা হয়। মাস্কের টুইটার গ্রহণের পর থেকে প্ল্যাটফর্মে ঘৃণামূলক বক্তব্য বেড়ে গেছে বলে জানান সেলেনা।
মাস্ক ও টুইটার সম্পর্কে প্রশ্নের উত্তরে সেলেনা গোমেজ বলেন, তিনি এটিকে বিপজ্জনক বলে মনে করেন। অভিনেত্রী বলেছেন, “আমি মনে করি না আমার কিছু বলার দরকার কারণ তিনি (ইলন মাস্ক) ইতিমধ্যে ব্যবহারকারীদের প্রতিক্রিয়া পাচ্ছেন। আমি তাকে পাত্তা দেই না। কিন্তু টুইটার সম্পর্কে যদি বলি তাহলে এটি আমার প্রিয় অ্যাপ নয়। আমি এটাকে দায়িত্বজ্ঞানহীন এবং অনিরাপদ মনে করি।”
সেলেনা গোমেজের সহকারী তার ইনস্টাগ্রাম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টগুলো নিয়ন্ত্রন করেন। এ বিষয়ে জানতে চাইলে সেলেনা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে তিনি বিষাদে ভুগতে শুরু করেছিলেন। এমন যা কিছু তিনি দেখতে বা শুনতে চান না, তার সবকিছুই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে দেখতে হয়েছে। এমনকি বিচ্ছেদের পরে সোশ্যাল মিডিয়ার কারণে একটি কঠিন সময়ের মধ্য দিয়ে গেছেন। মানুষের হাজারো পক্ষ-বিপক্ষের মন্তব্য ও মতামত তার জীবনে মারাত্মক প্রভাব ফেলতে শুরু করেছিল, এমনটাই জানালেন গায়িকা।
সেলেনা আরো শেয়ার করেছেন যে তিনি লোকেদের মুখে ‘কুৎসিত’ বা ‘মূর্খ’ ডাক শুনলেও এতোটা কষ্ট পেতেন না। কিন্তু লোকজন তার ব্যক্তিগত জীবন সম্পর্কে গভীরভাবে আলোচনা ও সমালোচনা করেছে। ক্রমাগত উদ্বেগের মধ্যে সময় কেটেছে গায়িকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের উপস্থিতিকে নিজের সময় নষ্ট বলেই জানালেন সেলেনা।
ইলন মাস্ক ২০২২ সালের ২৭ অক্টোবর টুইটারের মালিকানা গ্রহণ করেন। ৪৪ বিলিয়ন ডলারে কোম্পানিটি অধিগ্রহণ করেন তিনি। এরপর তিনি কোম্পানির প্রধান নির্বাহীদের বরখাস্ত করেন যারা তার সমালোচনা করেছিলেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই হাজার হাজার কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে টুইটারের। এদিকে ইলন মাস্ক দায়িত্ব নেওয়ার পর থেকেই নামিদামি অনেক বিশ্ব তারকা টুইটারের বিরুদ্ধে নিজেদের মতামত জানিয়েছেন। অনেকেই টুইটার ত্যাগ করেছেন।
এর আগে সেলেনা ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গেরও সমালোচনা করেছিলেন। তার ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি এবং ঘৃণামূলক বক্তব্য ছড়িয়ে দিচ্ছে বলেও অভিযোগ করেছিলেন গায়িকা।
সূত্র : পিঙ্কভিলা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।