বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : টুইটারের নাম পরিবর্তন করে ‘এক্স’ রাখা হয়েছে। টুইটারকে রিব্র্যান্ডিংয়ের অংশ হিসেবে নামের এই পরিবর্তন করা হয়। তবে এই সিদ্ধান্ত প্রতিষ্ঠানটির জন্য আইনি সমস্যা বয়ে আনতে পারে। কারণ, আরও অনেক প্রতিষ্ঠান নিজেদের ট্রেডমার্কে ‘এক্স’ অক্ষরটি ব্যবহার করে। এ ছাড়া, টুইটারের পক্ষে আন্তর্জাতিকভাবে নিজেদের নতুন ব্র্যান্ডিং রক্ষা করাও কঠিন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে বলা হচ্ছে, টুইটারের নামের এই পরিবর্তনের ফলে লাভের চেয়ে ক্ষতি বেশি হতে পারে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, সিরাকিউজ ইউনিভার্সিটির আইনের অধ্যাপক শুভ ঘোষ বলেন ‘বড় কোম্পানিগুলো যখন তাদের নাম ও লোগো রিব্র্যান্ড করে তখন প্রায়ই তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।’ তিনি অবাক হয়েছেন যে ইলন মাস্ক নতুন নামের জন্য ‘এক্স’ অক্ষরটি বেছে নিয়েছেন, কারণ এটি একটি খুব স্বতন্ত্র বা অনন্য কোনো নাম নয়।
ট্রেডমার্ক অ্যাটর্নি জোশ গারবেন রয়টার্সকে বলেছেন, ‘তিনি “এক্স” নামে ট্রেডমার্কসহ আরও প্রায় ৯০০টি প্রতিষ্ঠান খুঁজে পেয়েছেন। সব প্রতিষ্ঠান অবশ্য বিশ্বাসযোগ্যভাবে দাবি করতে পারবে না যে, পূর্বে টুইটার নামে পরিচিত প্রতিষ্ঠানটি তাদের ব্র্যান্ডে হস্তক্ষেপ করছে। তবুও আক্রমণের জন্য “এক্স’ একটি সহজ লক্ষ্য হতে পারে।’
টুইটার যদি আইনি চ্যালেঞ্জ এড়াতে সক্ষমও হয়, তবুও এই নাম পরিবর্তন প্রতিষ্ঠানটির ব্যবসার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। কারণ, টুইটার এরই মধ্যে একটি ক্ষতিগ্রস্ত ব্র্যান্ড, এবং নাম পরিবর্তন এটির মর্যাদা আরও কমিয়ে আনার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া, থ্রেডসের মতো প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মগুলোর উত্থান এরই মধ্যে টুইটারের কাজকে আরও কঠিন করে তুলেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।