টুইটার নিয়ে ইলন মাস্কের গোপন তথ্য ফাঁস

ইলন মাস্ক

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : চলতি বছর এপ্রিলে টুইটার কেনার ঘোষণা দিয়েছিলেন ইলন মাস্ক। সেই অধিগ্রহণ প্রক্রিয়া এখনও শুরু না হলেও বিতর্ক ইলন মাস্কের পিছু ছাড়ছে না। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে, অবশেষে টুইটার অধিগ্রহণের মন স্থির করে ফেলেছেন এ মার্কিন ধনকুবের। প্রথমে এই ডিল থেকে সরে আসার কথা জানালেও সাম্প্রতিক রিপোর্টে জানা গেছে, ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে অবশেষে টুইটার কিনতে চলেছেন ৫১ বছরের মার্কিন এ শিল্পপতি। খবর গার্ডিয়ান।

ইলন মাস্ক

সম্প্রতি প্রকাশ্যে এসেছে ইলন মাস্কের প্রাক্তন স্ত্রী এবং আরও বেশ কয়েকজন সেলিব্রিটি এ মার্কিন শিল্পপতিকে টুইটার কেনার জন্য অনুপ্রাণিত করেছিলেন। আদালতের নথিতে বিলিয়নিয়ারের কাছ থেকে বেশ কয়েকটি ব্যক্তিগত টেক্সট চিঠিপত্র প্রকাশিত হয়েছে। টুইটারে সঙ্গে মাস্কের আইনি লড়াইয়ে অংশ হিসেবে এ নথিগুলো প্রকাশ করা হয়েছিল। সেখানে টেসলা মালিকের প্রাক্তন স্ত্রী তালুলা রাইলির কথোপকথনও প্রকাশ্যে এসেছে।

এই টেক্সট মেসেজ থেকে জানা গেছে, ইলন মাস্ককে টুইটার কিনে তা ডিলিট করে দেয়ার অনুরোধ করেছিলেন প্রাক্তন স্ত্রী। ৩৭ বছর বয়সী ব্রিটিশ অভিনেত্রীর কাছে এটাই ছিল ‘ওয়োকিজম’-এর উত্থানের বিরুদ্ধে লড়াইয়ের একমাত্র উপায়। আর এ কাজে মার্কিন বিলিয়নিয়ারকে তার দলে যোগ দেয়ার আহ্বান জানিয়েছিলেন রাইলি।

দুবার ইলন মাস্ককে বিয়ে করা এ ব্রিটিশ অভিনেত্রীসহ একাধিক সেলিব্রিটি চলতি বছরের শুরুর দিকে ইলন মাস্কের সঙ্গে যোগাযোগ করেন। এরপরই টুইটার কিনে নেয়ার ঘোষণা করেছিলেন মার্কিন ধনকুবের।

গত ২৩ মার্চ রাইলি লিখেছিলেন, ‘আপনি কি অনুগ্রহ করে টুইটার কিনে তা ডিলিট করে দিতে পারেন? আমেরিকা পাগল হয়ে যাচ্ছে। অথবা আপনি টুইটার কিনে সেটাকে বাক স্বাধীনতার প্ল্যাটফর্ম করতে পারেন? টুইটারে সারাক্ষণ বোকামি চলছে।’

এর উত্তরে এলন মাস্ক লিখেছিলেন, ‘হয়তো টুইটার কিনে সেটাকে বাক স্বাধীনতার পথে নিয়ে আসতে পারি।’ রাইলির মেসেজগুলো ইঙ্গিত দেয় যে তিনি মাইক্রোব্লগিং সাইটে ‘ওয়োকিজম’-এর উত্থানের বিষয়ে উদ্বিগ্ন ছিলেন।

দক্ষিণপন্থী ব্যঙ্গাত্মক ওয়েবসাইট দ্য ব্যাবিলন বি’র অ্যাকাউন্ট বন্ধ করার সিদ্ধান্তকে কড়া সমালোচনা করেছিলেন অভিনেত্রী। ওয়েবসাইটটি আমেরিকান শিশুরোগ বিশেষজ্ঞ ও রূপান্তরকামী রেচেল লেভিনকে ‘বর্ষসেরা ব্যক্তিত্ব’ হিসেবে উল্লেখ করার পর অ্যাকাউন্টটি স্থগিত করা হয়েছিল। এই সাসপেনশনকে ‘পাগলামি’ আখ্যা দিয়েছিলেন রাইলি।

গ্রামের সবাই মিলে পলো দিয়ে মাছ ধরার ভিডিও ভাইরাল

একই নথিতে টুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি, সিইও পরাগ আগরওয়াল এবং লিঙ্কডইন সিইও রিড হফম্যানের সঙ্গে বিলিয়নিয়ারদের কথোপকথনও প্রকাশিত হয়েছে। ২০১০ সালে ইলন মাস্কের সঙ্গে রাইলির বিয়ে হয়েছিল। দুই বছর পরে তাদের বিচ্ছেদ হয়। ২০১৩ সালে ফের ফের বিয়ে করার সিদ্ধান্ত নেন এই দম্পতি। পরে ২০১৪ সালে ফের তাদের বিচ্ছেদ হয়েছিল।