বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: সম্প্রতি ‘কোলাবোরেশনস’ নামে নতুন একটি ফিচার আনার পরিকল্পনা করছে টুইটার। এর মাধ্যমে একাধিক ব্যবহারকারী যৌথভাবে একটি টুইট লিখতে পারবেন। খবর টেকক্রাঞ্চ।
সম্প্রতি টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়, নতুন ফিচারটি এখনো ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য হয়নি। যৌথভাবে কোনো টুইট লেখার ক্ষেত্রে এক ব্যবহারকারীকে অন্যজনের অনুমোদন পেতে হবে।
গত বছর সর্বপ্রথম মোবাইল ডেভেলপার আলেসান্দ্রো পালুজ্জি টুইটারের কোড থেকে যৌথ পোস্ট লেখার বিষয়টি সর্বসমক্ষে আনেন। গত বছরের ডিসেম্বরে তিনি বলেন, শিগগিরই দুজন যৌথভাবে একটি টুইট রচনার জন্য একটি ফিচার আনছে টুইটার।
তথ্যানুযায়ী কোলাবোরেশনস ফিচারের মাধ্যমে একটি টুইটের কনটেন্টের ওপর দুজন ব্যবহারকারীর নামই উল্লেখ থাকবে। আলেসান্দ্রো পালুজ্জি বলেন, নতুন ফিচারটিতে দুজন ব্যবহারকারীর প্রোফাইলের ছবি একটি অন্যটির ওপরে থাকবে। কোলাবোরেশনস ফিচার কীভাবে কাজ করবে সে বিষয়ে একটি স্ক্রিনশট প্রকাশ করেন তিনি। টুইটার জানায়, কোলাবোরেশনস ফিচারে টুইট লেখার ক্ষেত্রে প্রথমত একজন ব্যবহারকারী অন্যজনের অনুমতি চাইবে।
স্যামসাংয়ের উত্থান ঠেকাতে নয়া পরিকল্পনা নিয়ে মাঠে নামলো অ্যাপল
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।