বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বিনামূল্যের সেবা গ্রাহকদের জন্য দুই স্তরের যাচাইকরণ ব্যবস্থা বন্ধ করে দিচ্ছে সামাজিক প্ল্যাটফরম টুইটার।
‘টু ফ্যাক্টর অথেনটিকেশন’ বা ‘২এফএ’ নামে পরিচিত এই ব্যবস্থায় কোনো ব্যক্তি প্ল্যাটফরমে লগইনের সময় তার পরিচয় দুবার যাচাই করা হয়। আর এটি তার অনলাইন অ্যাকাউন্টে পাসওয়ার্ড ছাড়াও সুরক্ষার বাড়তি স্তর যোগ করে। এর বহুল ব্যবহৃত পদ্ধতিগুলোর মধ্যে আছে ব্যবহারকারীকে টেক্সট মেসেজে কোড পাঠানো বা অন্য কোনো যাচাইকরণভিত্তিক অ্যাপের ব্যবহার।
তবে সম্প্রতি টুইটারের ‘সাপোর্ট’ অ্যাকাউন্টের এক টুইট বলছে, ২০ মার্চ থেকে কেবল ‘ব্লু’ গ্রাহকরা ‘টেক্সট-মেসেজ অথেন্টিকেশন’ সুবিধাটি ব্যবহার করতে পারবেন।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, সুবিধাটি ব্যবহার করা কয়েকজন ব্যবহারকারী এরইমধ্যে সতর্কবার্তা পেয়েছেন, যেখানে নিজস্ব অ্যাকাউন্টের প্রবেশাধিকার হারানোর ঝুঁকি এড়াতে সময়সীমা পেরোনোর আগেই ব্যবস্থাটি সরাতে বলেছে টুইটার কর্তৃপক্ষ। টুইটারের মালিক ও প্রধান নির্বাহী ইলন মাস্ক টুইট করেন, প্ল্যাটফরমে যাচাইকরণ অ্যাপগুলো বিনামূল্যেই মিলবে। আর এগুলো তুলনামূলক নিরাপদ।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.