বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মাইক্রোব্লগিং প্লাটফর্ম টু্ইটারের বিকল্প হিসেবে ব্লুস্কাই চালু করেছেন জ্যাক ডরসি। বর্তমানে অ্যাপস্টোরে প্লাটফর্মটির ক্লোজড বেটা ভার্সন চালু করা হয়েছে। তবে এতে যুক্ত হতে হলে বিদ্যমান কোনো ব্যবহারকারীর ইনভাইট আমন্ত্রণ পেতে হবে। বিশ্লেষকদের ধারণা, প্লাটফর্মটি টুইটার ও মাস্টোডনের সঙ্গে প্রতিযোগিতা থাকবে। খবর এনগ্যাজেট।
প্লাটফর্মটিতে যারা যুক্ত হতে চায় তাদের ওয়েটলিস্টে যুক্ত হওয়ার জন্য ই-মেইল ঠিকানা জমা দেয়ার কথাও জানানো হয়েছে। ব্লুস্কাই অ্যাপটি অনেকটা টুইটারের মতোই। তবে এখানে স্ট্যাটাসে হোয়াটস হ্যাপেনিংয়ের পরিবর্তে হোয়াটসআপ মেসেজ থাকবে। এছাড়া নতুন কোনো পোস্ট দেয়ার জন্য সাধারণ প্লাস আইকনের বাটন থাকবে। এছাড়া প্লাটফর্মটিতে নাম অনুযায়ী ব্যবহারকারীদের অনুসন্ধান করা ও তাদের পোস্ট দেখার জন্য ফলো করার মতো সাধারণ ফিচার রয়েছে।
২০১৯ সালে টুইটারের অর্থায়নে সাইড প্রকল্প হিসেবে ব্লুস্কাইয়ের যাত্রা। সে সময় টুইটারের প্রধান নির্বাহী ছিলেন সহপ্রতিষ্ঠাতা জ্যাক ডরসি। তিনি টুইটারের তুলনায় এর বেশি বিস্তৃতির বিষয়টি বুঝতে পারেন। এর ২০২১ সালে স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে ব্লুস্কাইয়ের যাত্রা।
ডরসির বিশ্বাস সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারি ও বাণিজ্যিক নিয়ন্ত্রণমুক্ত থাকবে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো কনটেন্ট শুধু অথররাই মুছে ফেলতে পারবে। সমর্থকদের উস্কে দেয়ার কারণে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার আইডি বন্ধ করার সিদ্ধান্তকে উপযুক্ত মনে করলেও ডরসির মতে এটি স্বাধীন ও উন্মুক্ত ইন্টারনেটের যে ধারণা তার পরিপন্থী। টুইটারের ব্যবহারকারীরা ডরসির ব্লুস্কাইতে ব্যাপক হারে স্থানান্তরিত হবে কিনা তা এখন উন্মুক্ত প্রশ্ন। বিশেষ করে ইলোন মাস্কের কাছে মালিকানা যাওয়ার পর অনেকেই টুইটারের বিকল্প প্লাটফর্ম খুঁজছে।
Edge browser এর জনপ্রিয়তা বৃদ্ধিতে মাইক্রোসফটের অভিনব বিজ্ঞাপনী ক্যাম্পেইন
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.