বিনোদন ডেস্ক : বর্তমান সময়ে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে মুশকিল যে সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউবে রিল বা শর্টস দেখেন না। বলতে গেলে রিলে মজে থাকেন মানুষ। কারও কারও আবার দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে রিল। সাধারন মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকাদেরও দেখা যায় রিলে নিজেদের হাজির করতে।
তবে এই রিলের কারণেই যে গ্রেপ্তার হতে হবে, তা কে জানতো! সম্প্রতি এমনটাই ঘটেছে দক্ষিণ ভারতের দুই তারকার সঙ্গে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, অস্ত্র আইনে গ্রেপ্তার হলেন বিগ বস কন্নড় খ্যাত তারকা অভিনেতা বিনয় গৌড়া ও রাজত কিষাণ। ভারতীয় ন্যায় সহিংসতা (বিএনএস) এর অস্ত্র আইন ১৯৫৯-এর ধারায় তাদের গ্রেপ্তার করেছে কর্ণাটক পুলিশ।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, এর আগে বিনয় গৌড়া ও রজত কিষাণ একটি রিল তৈরি করেন।
যেখানে বিনয় গৌড়াকে একটি বড় ছুরি হাতে এবং দর্শনের স্টাইলে ধীর গতিতে হাঁটতে দেখা গেছে বলে অভিযোগ করা হয়েছে। তাদের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই এফআইআর দায়ের করা হয়।
অভিযোগ অনুযায়ী, রিলের জন্য প্রকাশ্যে চাপাতি প্রদর্শন এবং ভীত সন্ত্রস্ত পরিবেশ তৈরি করেছেন বিনয় গৌড়া ও রাজত কিষাণ। রিলগুলো বুজ্জি নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে দেয়া হয়েছে।
এ ভিডিও চোখে পড়তেই বিনয় গৌড়া ও রাজত কিষাণের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, প্রকাশ্যে এভাবে ভয়ভীতি প্রদর্শন করা আইনত অপরাধ। তাদের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিম বেঙ্গালুরুর ডিসিপি এস গিরিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।