জুমবাংলা ডেস্ক : কিশোরগঞ্জের ভৈরবে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে দুজনকে আটক করা হয়। পরে ক্যাম্পে আনার পর মার্কেট কমিটি ও তাদের স্বজনদের তদবিরে এবং বয়স বিবেচনা করে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে র্যাব।
আটকরা হলো: রুবেল ও সোহেল। তারা দুজনেই কিশোর।
জানা যায়, বুধবার (১৭ এপ্রিল) সকালে ভৈরব শহরের গাছতলা ঘাট বাজারে যায় র্যাব। এমন সময় ওই এলাকার ভৈরব গোস্ত হাউসে গিয়ে মাংস দেখে তাদের সন্দেহ হয়। এই সময় মাংস বিক্রি করা দুই যুবককে আটক করে। পরে এলাকাবাসীর জিজ্ঞাসাবাদে তারা জানায়, মরা গরুর মাংস বিক্রির অভিযোগ আটক করা হয়েছে। এই সময় ভৈরব মাংস হাউজের মালিক খোকন মিয়া দোকানে ছিলেন না।
খোকন মিয়ার দাবি আমার ছেলে চিনতে না পেরে র্যাবের সঙ্গে বাজে আচরণ করেছে। তাই তাদের আটক করে নিয়ে যাওয়া হয়েছে। পরে তাদের কাছে ক্ষমা চেয়ে ও মুচলেকা দিয়ে ছাড়িয়ে আনা হয়েছে।
র্যাব কমান্ডার ফাহিম ফয়সাল ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেছেন, এবারের মতো তাদের ক্ষমা করা হয়েছে। তবে তারা নজরদারিতে থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।