নারী নিয়ে দুই এএসআইয়ের অশ্লীল নৃত্য, তদন্ত কমিটি

ASI

জুমবাংলা ডেস্ক : মাদারীপুরে পুলিশের দুই উপসহকারী পরিদর্শকের নারী নিয়ে অশ্লীল নৃত্যের কয়েকটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা পুলিশ।

ASI

শনিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. সাইফুজ্জামান। এ সপ্তাহের মধ্যে তদন্ত কমিটির প্রতিবেদন পেলেই বিভাগীয় মামলা করা হবে বলেও এসপির দাবি।

এক সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে। যিনি হচ্ছেন সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আজমীর হোসেন। তিনি আগামী ২৩ জানুয়ারীর মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করবেন। সেই তদন্ত রিপোর্ট পেলে বিভাগীয় মামলার বিষয়ও চূড়ান্ত হবে।

জানা যায়, মাদারীপুর জেলার রাজৈর থানায় দুই উপসহকারী পুলিশ পরিদর্শক মো. হাদিবুর রহমান ও স্বপন অধিকারীর চারটি ভিডিও ক্লিপ গত ১৫ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যে ভিডিওতে দেখা যায়, তারা একটি টিনশেড ঘরে মদ্যপান অবস্থায় একাধিক নারী নিয়ে নাচানাচি করছেন।

একই কক্ষে এক নারীকে জড়িয়ে ধরে কোলে নিয়ে চুমু খাচ্ছেন। এ সময় সিগারেটের ধোঁয়া উঁচিয়ে গানের তালে তালে উল্লাস করছেন। সেই কক্ষের খাটে বসে তাদের সঙ্গে নারীদের নৃত্য উপভোগ করছেন যুবলীগ নেতা রাহাত হোসেন মৌলভী।

এমন কয়েকটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়ে পুলিশ বিভাগ। পরে ওই দিনই অভিযুক্তদের পুলিশ লাইন্সে ক্লোজ করে সংযুক্ত করা হয়।

এ ব্যাপারে মাদারীপুর জেলা পুলিশ সুপার মো. সাইফুজ্জামান বলেন, শৃঙ্খলা ভঙ্গ করায় এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি এক সপ্তাহের মধ্যে তদন্ত রিপোর্ট পেশ করবেন। তার দেওয়া রিপোর্টের ভিত্তিতে বিভাগীয় মামলা রুজু করা হবে। তবে অভিযুক্তদের তাৎক্ষণিক পুলিশ লাইন্সে ক্লোজ করা হয়েছে। তারা আপাতত কোন ধরনের কাজের সঙ্গে যুক্ত নেই। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন মহলও অবগত রয়েছে।