২৩৩ জনকে নিয়োগ দেবে দুই ব্যাংক

Bank

জুমবাংলা ডেস্ক : ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত দুই ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। সমন্বিত নিয়োগ প্রক্রিয়ায় ‌‌অফিসার-রুরাল ক্রেডিট (ও-আরসি) পদে ২৩৩ জন নিয়োগ দেওয়া হবে। আবেদন করতে হবে অনলাইনে ২৩ মার্চ ২০২৫-এর মধ্যে। এই পদের জব আইডি-১০২২৩।

Bank

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনতা ব্যাংক ১০০ জন ও অগ্রণী ব্যাংকে ১৩৩ জনকে দশম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। আবেদনের জন্য যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। এসএসসি/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোর অন্তত একটিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে।

তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না। প্রার্থীর বয়সসীমা হতে হবে ১৮ নভেম্বর ২০২৪ অনুযায়ী ২১ থেকে ৩২ বছর।