আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে আটক দুই ব্রিটিশ যোদ্ধাদের খাবার, পানীয় ও প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করা হচ্ছে বলে বৃহস্পতিবার জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, চিন্তা করবেন না, রাশিয়ানরা তাদের যত্ন নিচ্ছে। আটক কিংবা আত্মসমর্পণ করা অন্য বিদেশিদের মতোই তাদের খাদ্য, পানীয় ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।
এদিকে, মারিউপোল থেকে আটক দুই ব্রিটিশ যোদ্ধাকে সোমবার রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে হাজির করে তাদের বিনিময়ে ভিক্টর মেদভেদচুককে মুক্তি দিতে বলা হয়।
অবশ্য শন পিনার এবং এইডেন অ্যাসলিন নামে ওই দুজন কতটা স্বাধীনভাবে কথা বলতে পেরেছিলেন তা স্পষ্ট নয়।
একজন অজ্ঞান পরিচয় ব্যক্তি তাদের প্ররোচনা দেওয়ার পর তারা কথা বলা শুরু করে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
ওই দুজন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের উদ্দেশে মেদভেদচুকের বিনিময়ে তাদের মুক্তির ব্যবস্থা করার আহ্বান জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।