সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জে অতিরিক্ত মূল্য ও নকল পোষাক এবং নকল প্রসাধনী বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২০ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত এই অভিযানে দুটি প্রতিষ্ঠানের মালিককে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এই তথ্য নিশ্চিত করেছেন। জরিমানাকৃত প্রতিষ্ঠান দুটি হলো শহীদ রফিক সড়কে অবস্থিত উৎসব জেনারেল স্টোর ও কোরাল ফ্যাশন হাইজ।
অভিযানে কোরাল ফ্যাশন হাউসে অভিযান চালিয়ে অতিরিক্ত মূল্যে (৯০০ টাকার পোষাক ১৬০০ টাকায়) পোষাক বিক্রয়, ক্রয় রশিদ সংরক্ষণ না করা সহ নামকরা ব্রান্ড ইজি (EASY) অনুরুপ নকল টি-শার্ট বিক্রয় করে ভোক্তাদের সাথে প্রতারণা করার দায়ে প্রতিষ্ঠানটিকে পঁচিশ হাজার টাকা জরিমানা ও ভবিষ্যতে এরুপ প্রতারণা না করার জন্য সতর্ক করা হয় এবং নকল, ভেজাল, মেয়াদ উত্তীর্ণ ও লাগেজ পণ্য (সরকারকে ভ্যাট না দেওয়া পণ্য) বিক্রয় ও খুচরা বাজারে সরবরাহসহ ঢাকার চক বাজার থেকে ক্রয়কৃত প্রসাধনী সামগ্রীকে বিদেশী পণ্য হিসেবে বেশি দামে বিক্রয় করার অভিযোগে উৎসব জেনারেল ষ্টোরকে পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড ও নকল পণ্য জব্দ করা হয়।
এছাড়াও, আসন্ন ইদ উপলক্ষ্যে অতিরিক্ত বাস ভাড়া আদায় রোধে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে অবস্থিত দূরপাল্লার বাস কাউন্টারগুলোতে অভিযান পরিচালনা করা হয়। বাধ্যতামূলকভাবে বিভিন্ন গন্তব্যের বাস ভাড়ার তালিকা প্রদর্শন ও সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় না করতে প্রতিটি বাস কাউন্টারকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
জেলা প্রসাশকের নির্দেশনায় আসন্ন ইদে মানসম্মত পণ্য, প্রতারণা রোধে ও যাত্রীদের সেবা নির্বিঘ্ন করতে নিয়মিত মাঠে থাকবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানে সহযোগিতা করেন জেলা ক্যাবের সাধারণ সম্পাদক এ বি এম সামছুন্নবী তুলিপ, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মোশাররফ হোসেন, ডিবি পুলিশ, ও ৩৮ ব্যাটালিয়ান আনসার বাহিনী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।