স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার সিনিয়র দলে এই মুহূর্তে আলো ছড়াচ্ছেন লা মাসিয়া বা বয়সভিত্তিক দল থেকে উঠে আসা তরুণরা। পরের প্রজন্মের যারা আছেন, তারাও যে কম যান না তার প্রমাণ মিলছে স্প্যানিশ তৃতীয় ডিভিশনে। এক ম্যাচে বার্সেলোনা ‘বি’ দলের ইতিহাসের দুই সর্বকনিষ্ঠ গোলদাতা হয়েছেন দুই চাচাতো ভাই টনি ও গুইল ফার্নান্দেস। তাতে তারা এই তালিকায় পেছনে ফেলেছেন বার্সেলোনার কিংবদন্তি লিওনলে মেসিকে।
গত শনিবার ওরেন্সের বিপক্ষে ম্যাচে দুজন করেন চার মিনিটের ব্যবধানে গোল করেন তারা দুজন। প্রথমে ১৬ বছর ১ মাস ২৩ দিন বয়সে গোল করে বার্সেলোনা রিজার্ভ দলের ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলস্কোরার হয়ে যান টনি। এরপর ১৬ বছর ২ মাস ২১ দিন বয়সে গোল করে এই দলের দ্বিতীয় সর্বকনিষ্ঠ গোলস্কোরার হন গুইল।
বার্সেলোনা ‘বি’ দলের শীর্ষ পাঁচ সর্বকনিষ্ঠ গোলস্কোরারের তালিকায় এই দুই ভাই ছাড়া বাকি তিনজন হলেন যথাক্রমে বোজান, মার্ক বার্নাল এবং ক্লাব কিংবদন্তি মেসি।
২০০৮ সালে জন্ম নেওয়া দুই ভাইয়ের বয়সের ব্যবধান মাত্র এক মাসের। দুজই বার্সেলোনার বর্তমান কোচ হান্সি ফ্লিকের নজরে এসেছেন প্রাক-মৌসুম প্রস্তুতি সফরে।
অ্যাটাকিং মিডফিল্ডার গিলে এই গ্রীষ্মে প্রাক-মৌসুম প্রস্তুতিতে বার্সেলোনার মূল দলের হয়ে ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ ও এসি মিলানের বিপক্ষে ম্যাচে খেলেছেন। তার ভাই টনি অবশ্য সুযোগ পেয়েছেন একটিতে খেলার। তবে দুজনেই পেয়েছেন ফ্লিকের প্রশংসা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।