আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যে মাত্র দুই দিন বয়সে ৮২ কোটি টাকার মালিক হয়েছে এক নবজাতক।মূলত ওই নবজাতকের নানা তার দুই দিন বয়সী নাতনিকে ১০ লাখ পাউন্ডের একটি বাড়ি কিনে দিয়েছেন। সেইসঙ্গে শিশুটির নামে ৫০ লাখ পাউন্ডের একটি তহবিল গড়ে দিয়েছেন তিনি। ফলে সব মিলিয়ে বাংলাদেশি মুদ্রায় নবজাতকের সম্পদের মূল্য দাঁড়ায় প্রায় ৮২ কোটি টাকা।
নাতনির জন্য শুধু বাড়ি কিনে দিয়েই থেমে থাকেননি তিনি। নাতনির জন্য বাড়িটি নতুন করে সাজিয়ে দিতে ইন্টেরিয়র ডিজাইনারদের একটি দলকেও নিয়োগ দিয়েছেন তিনি।
নবজাতকের ওই নানার নাম ব্যারি ড্রেউইট বারলো। ম্যানচেস্টারের এই বাসিন্দার মেয়ে স্যাফরনের কোলজুড়ে গত ২৪ জুন একটি কন্যাসন্তান আসে। তার নাম রাখা হয়েছে মারিনা ড্রেউইট বারলো টাকার।
মেয়ে আর নাতনির ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করে নানা লিখেছেন, ‘আজ আমার নতুন রাজকন্যা এলো।’
একটি সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমি স্যাফরন ও তার স্বামী কনরকে নিয়ে খুবই গর্বিত। তাদের মধ্যে খুব মিল। এখন আমি জিনিসপত্র কিনে দেওয়ার জন্য আরেকটি রাজকন্যা পেয়েছি। আর অপেক্ষা করতে পারছি না।’
সূত্র : ডেইলি মেইল, মিরর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।