আশরাফুল ইসলাম : ঢাকার ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের রোয়াইল গ্রামে ইংরেজি নববর্ষ বরণের রাতে গুলিবিদ্ধ যুবক আকাশ সরকারের আহতের ঘটনায় ৩৬ ঘন্টা পর একই গ্রামের বান্দু মিয়ার বাড়ির সামনের ভিটায় থাকা ধঞ্চেখড়ির ভিতর থেকে ২টি আগ্নেয়াস্ত্র (বিদেশি পিস্তল) উদ্ধার করেছেন ধামরাই থানা পুলিশ।
বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রোয়াইল ইউনিয়নের রোয়াইল গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে ধামরাই থানা পুলিশ।
এসময় রোয়াইল গ্রামের বান্দু মিয়ার বাড়ির সামনের ভিটায় থাকা ধঞ্চেখড়ির ভিতর থেকে ২টি বিদেশি পিস্তল, ০২টি ম্যাগজিন ও ১টি গুলি উদ্ধার করা হয়।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্র দু’টি উদ্ধার করা হয়েছে। অস্ত্র দুইটি ব্যারিস্টিক পরীক্ষার জন্য পাঠানো হবে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
এর আগে মঙ্গলবার রাতে ইংরেজি নববর্ষ বরণের জন্য রোয়াইল নাপিতপাড়া এলাকায় খিচুড়ির ও গানের আয়োজন করা হয়। থার্টি ফার্স্ট নাইট পালনের জন্য তার বন্ধু সজিবের বাড়িতে যায় আকাশ। একপর্যায়ে গান বাজিয়ে আকাশ সামির, রাব্বি, ফয়সালসহ বন্ধুরা দাড়িয়ে ছিল বক্সের কাছে স্বপনের বাড়িতে। সে সময় গানের তালে নাচতে থাকে বন্ধুরা সবাই হঠাৎ বিকট শব্দ হয় এবং আকাশ গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পরে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে তার বন্ধুরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।