জুমবাংলা ডেস্ক : কুমিল্লার লালমাই উপজেলার শানিচোঁ বাজারে বিপন্ন বন্যপ্রাণী তক্ষক বিক্রি করতে গিয়ে আটক হয়েছেন দুই প্রতারক। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের শানিচোঁ বাজারে তক্ষক বিক্রি করতে আসা দুইজন প্রতারককে আটক করে উত্তম মধ্যম দেয় স্থানীয় জনতা। খবর পেয়ে দুপুর ১টায় সেনাবাহিনী ও পুলিশের পৃথক দুটি দল ঘটনাস্থলে যায় এবং উত্তেজিত জনতার রোষানল থেকে পাচারকারীদের উদ্ধার করে প্রতারকদের নিজেদের হেফাজতে নেয় লালমাই থানা পুলিশ।
এসময় আটককৃতদের হেফাজত থেকে ওষুধের বাক্সবন্দি একটি তক্ষক উদ্ধার করা হয়।
আটকরা হলেন মুন্সীগঞ্জ সদরের পুকুরপাড়া গ্রামের মৃত সুলতানের ছেলে ইবরাহিম শেখ (৪৫) ও কুমিল্লার তিতাস উপজেলার সাতানি গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে হুমায়ুন কবির (৪৮)।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় শানিচোঁ বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, তক্ষক পাচারের ঘটনায় আটককৃতদের সঙ্গে লালমাই উপজেলার ভুশ্চি, শানিচোঁ, দত্তপুর ও নোয়াখালীর কয়েকজন প্রতারক জড়িত। আটকের আগে পরেও চক্রের সদস্যদের শানিচোঁ বাজারে দেখা গেছে।
তবে সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতি দেখে তারা পালিয়ে যায়।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম বলেন, আটকদের হেফাজত থেকে একটি তক্ষক উদ্ধার করা হয়েছে। সিনিয়র পুলিশ অফিসারদের পরামর্শক্রমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।