জুমবাংলা ডেস্ক : দেশের সরকারি দুটি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে আগের নাম দিয়েছেন মেডিকেলের শিক্ষার্থীরা। মেডিকেল দুটি হলো- মানিকগঞ্জের কর্ণেল মালেক মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ আর ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে ফরিদপুর মেডিকেল কলেজ রাখা হয়েছে।
বুধবার (৭ আগস্ট) শিক্ষার্থীরা ক্যাম্পাসের এসে এই দুটি মেডিকেলের নাম পরিবর্তন করে দেন। বিষয়টি নিশ্চিত করেছেন একাধিক মেডিকেল শিক্ষার্থী।
শিক্ষার্থীরা জানিয়েছেন, ‘মেডিকেলের একাডেমিক কার্যক্রম এখনও পুরোপুরিভাবে শুরু হয়নি। তাই আমরা নাম পরিবর্তনের বিষয়টি অফিশিয়ালভাবে করতে পারিনি, তবে আনঅফিসিয়ালভাবে নাম পরিবর্তন করে দিয়েছি। শিগরিরই অফিসিয়ালভাবে নাম পরিবর্তন করে দেওয়া হবে। এ বিষয়ে মেডিকেলের সব শিক্ষার্থীই একমত।’
এর আগে ২০১৭ সালে মানিকগঞ্জ মেডিকেলের নাম পরিবর্তন করে নিজের বাবার নামে মেডিকেল কলেজের নাম রাখেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সেইসঙ্গে ২০২১ সালে ফরিদপুর মেডিকেলের নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুর’ রাখা হয়। এখন দুটি মেডিকেল পূর্বের নামে ফিরিয়ে নিয়েছেন শিক্ষার্থীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।