বিনোদন ডেস্ক : নির্মাতা রায়হান রাফি পরিচালিত শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘তাণ্ডব’। আসন্ন কোরবানি ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে সিনেমাটির। তবে তার আগেই ‘নায়িকা ’ ইস্যু নিয়ে ধোঁয়াশা ‘তাণ্ডব’ এর।
কিছু দিনের ব্যবধানে আলোচিত সিনেমা ‘তাণ্ডব’ থেকে বাদ পড়েছেন দুই নায়িকা। একজন সাবিলা নূর অন্যজন নিদ্রা দে নেহা। এমন খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই ‘নায়িকা’ ইস্যু নিয়ে আলোচনায় সিনেমাটি।
প্রথম থেকেই শোনা যাচ্ছিল, এ সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ সাবিলা নূর। কিন্তু হঠাৎই চলতি মাসে খবর আসে এ সিনেমায় থাকছেন না সাবিলা। যে কারণে ৮ এপ্রিল সিনেমাটির শুটিং হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। কী কারণে এ সিনেমায় সাবিলা থাকছেন না তা এখনও জানা যায়নি।
এ প্রসঙ্গে সিনেমাটির পরিচালক রায়হান রাফী বলেন, ‘আমরা তো সিনেমাতে কে নায়িকা হচ্ছেন সেটা বলিনি। যেহেতু কাউকে নিয়েছি বলিনি কাউকে বাদ দিচ্ছি এমনও বলছি না।’
এদিকে এরইমধ্যে ছড়িয়ে পড়েছে আরেক খবর। একদিন শুটিং করার পর বাদ পড়েছেন এ সিনেমায় অভিনয় করার জন্য নির্বাচিত অভিনেত্রী নেহা। ২০২০ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সেরা দশে অংশগ্রহণকারী হওয়ার পর শোবিজে নিয়মিত কাজ করছেন তিনি।
‘আধুনিক বাংলা হোটেল’, ‘হাঁসের সালুন’ খ্যাত অভিনেত্রী নেহার অভিযোগ, ‘তাণ্ডব’ টিমের অপেশাদার আচরণে সিনেমাটি থেকে বাদ পড়েছেন তিনি। সংবাদমাধ্যমে ‘তাণ্ডব’ সিনেমার শুটিং করার তথ্য দেয়ায় ক্ষুব্ধ হয় সিনেমাটির প্রযোজনা টিম। তাই সিনেমাটিতে আর তাকে সংশ্লিষ্টরা রাখছেন না।
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সম্প্রতি একটি ফেসবুক স্ট্যাটাসও দেন নেহা। ক্ষোভ প্রকাশ করে সংবাদমাধ্যমে বলেন, ‘সিনেমাতে কাজ করার জন্য ক্যানসার রোগী বাবাকে নিয়ে মুম্বাই যাওয়ার তারিখ পেছাই। ঈদের পর চুক্তিপত্রে সই করার ছিল। সিনেমাটির তথ্য নিয়ে গোপনীয়তা রাখতে হবে তাও আমাকে জানানো হয়নি। এমন আচরণ পুরোটাই অপেশাদার।’
প্রসঙ্গত, একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে ‘তাণ্ডব’ সিনেমার গল্প। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই-এসভিএফ বাংলাদেশ প্রযোজিত রায়হান রাফীর এ গল্পে যৌথভাবে চিত্রনাট্য করেছেন পরিচালক নিজে ও আদনান আদিব খান। সিনেমায় বিশেষ একটি চরিত্রে অভিনয় করবেন জয়া আহসান। ৪০ সেকেন্ডের একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক শরিফুল রাজকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।