বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : দুটোই তৈরি হয়েছে ভারতের বাইরে। এদিন আবার নিনজা 400-এর উপর 40,000 টাকা ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কাওয়াসাকি। অর্থাৎ আগের থেকে আরও সস্তা এই মোটরসাইকেল। তবে এই দৌড়ে ইয়ামাহা আর3 একটি দারুণ বিকল্প হতে পারে। যা গত বছর ডিসেম্বরে বাজারে আসে। দুই বাইকের মধ্যে কে কোথায় এগিয়ে? জেনে নিন দাম, স্পেসিফিকেশন, গতির তুলনা।
কাওয়াসাকি নিনজা 400 বাইক কিনতে চাইলে এটা ভালো সুযোগ হতে পারে। কারণ 31 মার্চ পর্যন্ত 40,000 টাকা ছাড় দিচ্ছে জাপানি সংস্থাটি। তবে শুধু কাওয়াসাকি নয়, স্পোর্টস বাইকের দুনিয়ায় আলোড়ন ফেলে দিয়েছে আরও একটি মডেল। এটিও জাপানি ব্র্যান্ডের বাইক। নাম ইয়ামাহা R3।
2023 সালের ডিসেম্বরে লঞ্চ হয়েছে ইয়ামাহার এই দু চাকা। দুটোই ভারতে বাইরে তৈরি হয়ে এ দেশে লঞ্চ হয়েছে। এই দুই বাইকের মধ্যে কোন মডেল সেরা? দেরি না করে দাম-ফিচার্সের বিস্তারিত তুলনা দেখে নেওয়া যাক।
ফিচার্স
কাওয়াসাকি নিনজা 400 এবং ইয়ামাহা আর3 দুই বাইকেই পাবেন LED লাইটিং, এলসিডি ইনস্ট্রুমেন্ট কনসোল এবং ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। তবে বাইকে TFT ডিসপ্লে কিংবা ব্লুটুথ কানেক্টিভিটির সুবিধা পাওয়া যাবে না। যদিও কাওয়াসাকির ক্ষেত্রে বাড়তি কিছু টাকা খরচ করে ব্লুটুথ কানেক্টিভিটির সুবিধা নিতে পারেন।
ইঞ্জিন
কাওয়াসাকি নিনজাতে পাবেন 399 সিসি টুইন সিলিন্ডার ইঞ্জিন যা সর্বোচ্চ 44.5 হর্সপাওয়ার শক্তি এবং 37 এনএম টর্ক তৈরি করতে পারে। যেখানে ইয়ামাহা আর3-এ রয়েছে 321 সিসি টুইন সিলিন্ডার ইঞ্জিন যা থেকে সর্বোচ্চ 42 হর্সপাওয়ার শক্তি এবং 29.5 এনএম টর্ক তৈরি হয়।
কাওয়াসাকি নিনজা 400 বাইকের সর্বোচ্চ গতি 169 কিমি প্রতি ঘণ্টা। আর ইয়ামাহা আর3-এর সর্বোচ্চ গতি 181 কিমি প্রতি ঘণ্টা। নিনজার ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি 14 লিটার এবং আর3-এরও ফুয়েল ক্যাপাসিটি 14 লিটার।
বাইকের হার্ডওয়্যার
কাওয়াসাকি নিনজার সামনে পাবেন টেলিস্কপিক ফর্ক এবং সুইংআর্ম সাসপেনশন, দু চাকাতেই রয়েছে ডিস্ক ব্রেক সঙ্গে ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। ইয়ামাহা আর3 বাইকেরও দু চাকাতেই পাবেন ডিস্ক ব্রেক সঙ্গে ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। তবে এতে সাসপেনশন রয়েছে সামনে USD ফর্ক এবং মনো ক্রস রিয়ার সাসপেনশন।
দামে ফারাক কত?
দামের ক্ষেত্রে এগিয়ে রয়েছে ইয়ামাহা। কারণ কাওয়াসাকি নিনজার উপর 40,000 টাকা ছাড় থাকলেও বাইকের দাম আর3-এর থেকে অনেকটা বেশি। কাওয়াসাকি নিনজার দাম 5.24 লাখ টাকা (এক্স-শোরুম)। ছাড় যোগ করলে 4.84 লাখ টাকায় পাবেন এই বাইক। অন্যদিকে কোনও ছাড় বাদ দিয়েই ইয়ামাহা আর3 কিনতে পারবেন 4.65 লাখ টাকায় (এক্স-শোরুম)। দামের মধ্যে ফারাক রয়েছে প্রায় 19,000 টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।