মানিকগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ নিহত ২

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা ও জাগীর এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ মার্চ) সকাল ১০ টার দিকে পৃথক দুটি দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সদর উপজেলার মানিকগঞ্জ-সিংগাইর আঞ্চলিক মহাসড়কের বেতিলা-মিতরা এলাকায় মোটরসাইকেল-ট্রাক ও সিএনজির ত্রিমুখী সংর্ঘষে মোটরসাইকেল চালক ফিরোজ আহমেদ (১৮) নিহত হন। এঘটনায় আহত অপর দুই মোটরসাইকেল আরোহীকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

নিহত ফিরোজ বেতিলা-মিতরা ইউনিয়নের অরঙ্গবাদ এলাকার মজিবুর মিয়ার ছেলে। তিনি স্থানীয় নবারুন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।

এদিকে ঢাকা আরিচা মহাসড়কের জাগীর এলাকার বসুন্ধরা গেটের সামনে অজ্ঞাত বাসের চাপায় মো: মাহিম (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মাহিম জাগির ইউনিয়নের গোলড়া চরখন্ড গ্রামের আব্দুল আলীর ছেলে।

গোলড়া হাইওয়ে পুলিশের ওসি মনিরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি

স্বাধীনতা দিবসে মানিকগঞ্জ পৌরসভায় জাতীয় পতাকা অবমাননা