জুমবাংলা ডেস্ক : নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মশিউর রহমান (৩৩) ও ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. আল্লামা ইকবালকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পবালিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পল্টন থানাধীন ইস্টার্ন প্লাস শপিংমলের পেছনে পল্টন থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে আল্লামা ইকবালকে গ্রেফতার করা হয়। নিউমার্কেট থানাধীন আল্পনা প্লাজা মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয় মশিউর রহমানকে।
গ্রেফতার মশিউর রহমান বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় শাহবাগ থানায় রুজুকৃত মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে নিউমার্কেট থানা ও চকবাজার থানায় গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে।
ডিসি তালেবুর রহমান আরও জানান, গ্রেফতার আল্লামা ইকবাল গত জুলাই-আগস্টে নিউমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় গত ২৫ নভেম্বর রুজুকৃত একটি মামলার সন্দেহভাজন আসামি।
গ্রেফতারদের বিরুদ্ধে পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।