বৈষম্যবিরোধী আন্দোলনে আহত আরো দুই ছাত্রের মৃত্যু

Mass

জুমবাংলা ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সহিংসতায় আহত সাইফুল ইসলাম আরিফ ও কারীমুল ইসলাম নামের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা সিএমইচস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সাইফুল ইসলাম আরিফের। একই দিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান কারীমুল ইসলাম।

Mass

জানা যায়, সাইফুল ইসলাম আরিফের (২১) বাড়ি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার কৌশলা গ্রামে।

তিনি দাগনভূঞার একটি মাদরাসায় দশম শ্রেণিতে পড়তেন। গত ৪ আগস্ট কোটা আন্দোলনে চট্টগ্রামে লাঠির আঘাতে আহত হন তিনি। দীর্ঘদিন চিকিৎসার পর সোমবার ঢাকার সিএমএইচ হাসপাতালে তার মৃত্যু হয়।

মৃতের মৃতের বাবা আলতাব হোসেন বলেন, গত ৪ আগস্ট দুপুরে চট্টগ্রামের সিআরবি এলাকায় কোটা আন্দোলনের সহিংসতায় মাথায় গুরুতর আঘাত পান সাইফুল।

পরে ওই দিন তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য গত ৯ সেপ্টেম্বর তাকে ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়।
তথ্যের সত্যতা নিশ্চিত করে ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক এসআই মো. সোলায়মান হক বলেন, ‘সিএমএইচ হাসপাতাল থেকে সোমবার সকাল সাড়ে ১১টায় সাইফুলের লাশ উদ্ধার করা হয়। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অন্যদিকে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক উমামা ফাতেমা জানিয়েছেন, আজ সোমবার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে কারীমুল ইসলামের মৃত্যু হয়। মৃত কারিমুলের বাড়ি হবিগঞ্জে। গত ৫ আগস্ট যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি। আজ বিকেল সাড়ে ৫টায় জাতীয় শহীদ মিনারে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে।