বিনোদন ডেস্ক : দুজনই মুজিব চরিত্রে অভিনয় করেছেন। একজন করেছেন বঙ্গবন্ধুর বায়োপিক মুজিব : একটি জাতির রূপকার চলচ্চিত্রে। আরেকজন করেছেন টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা চলচ্চিত্রে।
দুজনই বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করেছেন। দিব্য করেছেন বঙ্গবন্ধুর বায়োপিকে আর সৌম্য করেছেন টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা। পর্দার এই দুই মুজিব প্রথমবারের মতো ভোট দিলেন। রাজধানীর মগবাজারের ইস্পাহানি বালিকা বিদ্যালয় কেন্দ্রে দুজনই কাল ভোট দিয়েছেন।
এ বিষয়ে সৌম্য ও দিব্যর মা গণমাধ্যমকে বলেন, ভোট দিয়ে এসে ওরা দুজন খুবই উচ্ছ্বসিত ছিল। কেননা ওরা প্রথমবারের মতো ভোট দিতে পেরেছে। আর এই অপেক্ষাটা ছিল দীর্ঘদিনের। উত্তেজনাও ছিল মনে মনে। তাই কাল সকাল সকাল ওরা উঠেই ভোটের জন্য প্রস্তুত হতে শুরু করে।
শাহনাজ খুশি সামাজিকমাধ্যমে পোস্ট দিয়ে দুই সন্তানের এটাকে প্রথম স্বীকৃতি হিসেবে উল্লেখ করে লেখেন, দেশের জন্য পরিণত হওয়ার প্রথম স্বীকৃতি। আমার ভোট, আমার দেশ, ভালোবাসার বাংলাদেশ।
শাহনাজ খুশির ভাষ্য, দেশের জন্য প্রত্যেকটি সিদ্ধান্ত নেয়ার জন্য ভোট দেয়া ও ভোটে অংশগ্রহণ করা জরুরি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।