মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ সদর হাসপাতালের দুই সিনিয়র স্টাফ নার্সের মধ্যে অনৈতিক প্রস্তাব ও হয়রানি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে।
গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আঞ্জুয়ারা আক্তার ফেসবুক লাইভে এসে সহকর্মী সিনিয়র স্টাফ নার্স ও বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি শাহীনুর রহমান শাহীনের বিরুদ্ধে অনৈতিক প্রস্তাব ও হয়রানির অভিযোগ আনেন।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সদর হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলায় নার্সেস অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন শাহীনুর রহমান। সেখানে তিনি আঞ্জুয়ারা আক্তারের অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন। সংবাদ সম্মেলনে সদর হাসপাতালে কর্মরত ২০ জনের মতো সিনিয়র স্টাফ নার্স উপস্থিত ছিলেন।
শাহীনুর রহমান অভিযোগ করেন, আঞ্জুয়ারা আক্তার দীর্ঘদিন ধরে অনিয়মের সঙ্গে জড়িত। তিনি গাইনী ওয়ার্ডে দায়িত্ব পালনের সময় প্রসূতিদের নরমাল ডেলিভারির বিনিময়ে টাকা নেন। এ বিষয়ে একাধিকবার হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। সম্প্রতি এক প্রসূতির পরিবারের কাছ থেকে টাকা নেওয়া এবং টাকা কম দেওয়ায় গালাগাল করার ঘটনাও তুলে ধরেন তিনি।
শাহীন বলেন, “এ ঘটনায় আমি তাকে সতর্ক করি। এরপরই সে আমার বিরুদ্ধে ফেসবুকে গিয়ে অপপ্রচার চালায়। সরকারি কর্মচারী হয়ে এমন মিথ্যা প্রচারণা চালিয়ে সে একদিকে চাকরিবিধি লঙ্ঘন করেছে, অন্যদিকে হাসপাতালের সুনাম ক্ষুণ্ন করেছে।”
সংবাদ সম্মেলনে শাহীন আরও জানান, এ বিষয়ে কেন্দ্রীয় বিএনএকে অবহিত করা হয়েছে। আঞ্জুয়ারা তার ‘মিথ্যা অভিযোগ’ প্রত্যাহার করে ক্ষমা না চাইলে নার্সরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবেন।
অন্যদিকে নার্স আঞ্জুয়ারা আক্তার সাংবাদিকদের বলেন, “শাহীন আমাকে অফিসে ডেকে রোগীর পরিবারের সঙ্গে খারাপ আচরণের বিষয়ে কথা বলতে গিয়ে ভয়ভীতি দেখান। এরপর তিনি আমাকে বড় অংকের টাকা বা শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন। এ কারণে আমি ফেসবুক লাইভে বিষয়টি প্রকাশ করি।”
তিনি আরও জানান, এ বিষয়ে এখনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি, তবে তিনি শিগগিরই কর্তৃপক্ষের কাছে অভিযোগ জমা দেবেন।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বাহাউদ্দীন জানান, মৌখিক অভিযোগ পেয়েছি, তবে লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।